• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ৪, ২০২০, ০৯:৩৯ পিএম
সর্বশেষ আপডেট : জুন ৪, ২০২০, ০৯:৩৯ পিএম

যানবাহনের চাপ বাড়লেও রেল ও নৌপথে যাত্রী কম

যানবাহনের চাপ বাড়লেও রেল ও নৌপথে যাত্রী কম
সংগৃহীত ছবি

পুরোনো চেহারায় ফিরতে শুরু করেছে রাজধানী। বাড়ছে যানবাহনের চাপ। আর গণপরিবহন চলাচল পুরোদমে শুরু হতে না হতেই ঘটেছে, মৃত্যুর ঘটনা। বাংলামোটরে বাসচাপায় প্রাণ গেছে দু’জনের। তবে সড়কে চাপ বাড়লেও রেল ও নৌপথে যাত্রা এখন পর্যন্ত নির্বিঘ্ন। এসব পথে যাত্রী সংখ্যাও কম।

সীমিত পরিসরে গণপরিবহন চলাচল শুরুর ৫ দিনের মাথায় বৃহস্পতিবার (৪ জুন) রাজধানীর সড়কে ঝরলো রক্ত। বাংলামোটরে বাসচাপায় প্রাণ গেছে দুই মোটরসাইকেল আরোহীর।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিহঙ্গ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেলকে চাপা দেয়। ঘটনাস্থলেই মারা যান আরোহী বেলায়েত ও মোকসেদুর রহমান। এ ঘটনায় চালককে আটক করে বাসটি জব্দ করেছে পুলিশ।

তবে সড়কের তুলনায় এখন পর্যন্ত রেলপথ যাত্রা নির্বিঘ্নই বলা যায়। যাত্রীরা জানান, স্বাস্থ্যবিধি মেনেই চলছে ট্রেন।

সদরঘাট থেকে বৃহস্পতিবারও বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে লঞ্চ। তবে যাত্রী সংখ্যা খুবই কম। মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট পরিদর্শনে গিয়ে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ক্ষোভ জানান, যাত্রীরা স্বাস্থ্যবিধি না মানায়।

এসএমএম

আরও পড়ুন