সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের অবস্থা এখনও সংকটাপন্ন

জাগরণ ডেস্ক প্রকাশিত: জুন ৭, ২০২০, ০১:৫১ পিএম সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের অবস্থা এখনও সংকটাপন্ন
মোহাম্মদ নাসিম ● ফাইল ছবি

সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের অবস্থা এখনও সংকটাপন্ন। তাকে রাখা হয়েছে নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভেন্টিলেশন সাপোর্টে। শুক্রবার (৫ জুন) অস্ত্রোপচারের পর থেকে, এখনও জ্ঞান ফেরেনি তার।

চিকিৎসকরা পর্যবেক্ষণে রেখেছেন তাকে। রক্তচাপজনিত সমস্যা নিয়ে, ১ জুন (সোমবার) থেকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি আছেন। ভর্তির কয়েক ঘণ্টা পরই, তার করোনা পরীক্ষা পজিটিভ আসে।

শুক্রবার সকালে হঠাৎ তার মস্তিস্কে রক্তক্ষরণ শুরু হয়। অস্ত্রোপচার করা হলেও, এখনও অচেতন তিনি।

নাসিমের রোগমুক্তি কামনায় ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দোয়া-মাহফিলের আয়োজন করা হয়। এতে ভিডিও কনফারেন্সে যোগ দেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এসএমএম

আরও সংবাদ