করোনায় সিএমপি ডিসি মিজানুরের মৃত্যু

জাগরণ ডেস্ক প্রকাশিত: জুলাই ১৩, ২০২০, ১০:০৩ এএম করোনায় সিএমপি ডিসি মিজানুরের মৃত্যু
মিজানুর রহমান

করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মারা গেলেন আরও এক পুলিশ সদস্য।  নিহত মিজানুর রহমান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মহানগর গোয়েন্দা (দক্ষিণ) বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) হিসেবে কর্মরত ছিলেন।

সোমবার (১৩ জুলাই) ভোরে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে মারা যান তিনি।

গত ২৩ জুন মিজানুর রহমান করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হন। সেদিন থেকে তিনি রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

পুলিশ সদর দফতরের এআইজি (এসপি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক ফেসবুক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন।

সিএমপি জানায়, মিজানুর রহমান নগরবাসীকে ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষার জন্য শুরু থেকেই দায়িত্বশীল ভূমিকায় অবতীর্ণ ছিলেন। জনসাধারণের নিরাপত্তায় আইন-শৃঙ্খলা রক্ষা, লকডাউন কার্যকর, সচেতনতা সৃষ্টি, অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী ও ত্রাণবিতরণ ইত্যাদি ক্ষেত্রে সরাসরি মাঠ পর্যায়ে থেকে তদারকি করেছেন।

সিএমপির কমিশনার মাহবুবুর রহমানও করোনা আক্রান্ত ছিলেন। পরে সুস্থ হয় কাজে যোগদান করেন।

কেএপি

আরও সংবাদ