স্বাস্থ্যের ইআরপিপি প্রকল্পে র‍্যাবের অভিযান

জাগরণ ডেস্ক প্রকাশিত: আগস্ট ২৫, ২০২০, ০৮:০১ পিএম স্বাস্থ্যের ইআরপিপি প্রকল্পে র‍্যাবের অভিযান

কোভিড-১৯ এর সরঞ্জাম নিয়ে জালিয়াতির অভিযোগ অনুসন্ধানে স্বাস্থ্য অধিদপ্তরের ইআরপিপি প্রকল্প অফিসে অভিযান চালিয়েছে র‌্যাব। 

মঙ্গলবার (২৫ আগস্ট) মহাখালী ডিওএইচএসের প্রকল্প অফিসে এ অভিযান চালাচ্ছে তারা।

গত সপ্তাহে জরুরী স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী কেনাকাটায় ইআরপিপি প্রকল্পে অনিয়ম ও জালিয়াতি নিয়ে বেশ কয়েকটি রিপোর্ট প্রচার করা হয় গণমাধ্যমে। এর প্রেক্ষিতে আজ দুপুরে প্রকল্প অফিসে অভিযানে যায় র‌্যাব। এ সময় তারা দুই লাখ পিস কেএন-৯৫ মাস্ক মজুদ দেখতে পায়। মাস্কগুলো পরীক্ষায় মানহীন মনে হওয়ায় তারা সরবরাহকারী প্রতিষ্ঠান সিম এন্টারপ্রাইজের কাগজপত্র দেখতে চায়। কিন্তু ওষুধ প্রশাসনের অনুমতিপত্র কিংবা মান যাচাইয়ের কোন নথি দেখাতে পারেননি প্রকল্প পরিচালক।

র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান বলেন, প্রতিষ্ঠানটি কোন ধরনের নিয়ম নীতি না মেনেই এআরপিপি প্রকল্পের আওতায় প্রায় দুই লাখ কেএন-৯৫ মাস্ক সরবরাহ করেছে।

জাগরণ/এমইউ

আরও সংবাদ