• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ২৫, ২০২০, ০৭:৪৩ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ২৫, ২০২০, ০৭:৪৩ পিএম

আবারও বিক্ষোভে উত্তপ্ত যুক্তরাষ্ট্র

আবারও বিক্ষোভে উত্তপ্ত যুক্তরাষ্ট্র

কৃষ্ণাঙ্গের ওপর আবারও পুলিশি নির্যাতন। আবারও বিক্ষোভে উত্তপ্ত মার্কিন রাজপথ। এবার উইসকনসিন রাজ্যে পুলিশের গুলিতে জ্যাকব ব্লেক নামের এক কৃষ্ণাঙ্গ গুরুতর আহতের ঘটনায় ক্ষোভে ফুসছে গোটা দেশ। টানা দুইদিন ধরে সহিংস বিক্ষোভে উত্তাল উইসকনসিনসহ বিভিন্ন রাজ্য।

 
কারফিউ উপেক্ষা করেই রাজপথে নেমেছে হাজারো মানুষ। ভবন, সড়ক আর গাড়িতে আগুন দেয় বিক্ষোভকারীরা।

উইসকনসিনে পুলিশের সাথে দফায় দফায় সংঘর্ষে জড়ায় বিক্ষোভকারীরা। বেশ কয়েকটি ভবনে, সড়কে আর পুলিশের গাড়িতে আগুন দেয়া হয়। কেনোশা শহরে জারি রয়েছে কারফিউ। পরিস্থিতি মোকাবেলায় ন্যাশনাল গার্ডের সহায়তা চেয়েছেন রাজ্য গভর্নর।

রোববার রাতে উইসকনসিনের কেনোশায় গাড়িতে উঠার সময় নিরস্ত্র জ্যাকবকে পেছন থেকে গুলি করে পুলিশ। হাসপাতালে ভর্তি জ্যাকবের অবস্থা আশঙ্কাজনক।

এর আগে চলতি বছরের মার্চে মিনিসোটায় জর্জ ফ্লয়েড নামে এক কৃষ্ণাঙ্গকে ঘাড়ে পা চাপা দিয়ে হত্যা করে পুলিশ। এর জেরে বর্ণবাদ বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে।

জাগরণ/এমইউ

আরও পড়ুন