‘মহামারি মোকাবিলায় একসঙ্গে কাজ করব’

জাগরণ ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২১, ০২:৪৪ পিএম ‘মহামারি মোকাবিলায় একসঙ্গে কাজ করব’

করোনাভাইরাস মোকাবিলায় ভারত-বাংলাদেশ একসঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের কাছে আনুষ্ঠানিকভাবে টিকা হস্তান্তর অনুষ্ঠানে এ কথা জানান ভারতীয় হাইকমিশনার। অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকও উপস্থিত ছিলেন।

দোরাইস্বামী বলেন, “উপহার হিসেবে বাংলাদেশকেই সবচেয়ে বেশি টিকা পাঠিয়েছে ভারত। যৌথভাবে মহামারি মোকাবিলা করার জন্য এ উপহার।”

টিকা হস্তান্তর অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, “ভারত ভ্যাকসিন উপহার দেওয়ার মাধ্যমে বন্ধুত্বের প্রমাণ দিয়েছে। আমরা যেকোনো দুর্যোগ একসঙ্গে মোকাবিলা করব।”

এর আগে সকাল ১১টার দিকে ২০ লাখ ডোজ টিকা নিয়ে বাংলাদেশে পৌঁছায় এয়ার ইন্ডিয়ার বিশেষ ফ্লাইট।

স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ২০ লাখ ডোজ করোনা টিকা ভারত থেকে উপহার হিসেবে পাঠানো হয়েছে। টিকা সংরক্ষণের জন্য নেওয়া হয়েছে মহাখালীর ইপিআই স্টোরেজে।

আরও সংবাদ