• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২১, ০২:২৬ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ২১, ২০২১, ০৮:১৪ পিএম

বন্ধুত্বের প্রমাণ দিল ভারত : স্বাস্থ্যমন্ত্রী

বন্ধুত্বের প্রমাণ দিল ভারত : স্বাস্থ্যমন্ত্রী

করোনার টিকা উপহার দিয়ে ভারত বন্ধুত্বের প্রমাণ দিয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। 

বৃহস্পতিবার দুপুরে পৌনে ২টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ভারত সরকারের পক্ষ থেকে উপহার হিসেবে দেওয়া ২০ লাখ টিকা গ্রহণের সময় তিনি এ কথা বলেন।

জাহিদ মালেক বলেন, “ভারত ভ্যাকসিন উপহার দেওয়ার মাধ্যমে বন্ধুত্বের প্রমাণ দিয়েছে। আমরা যেকোনো দুর্যোগ একসঙ্গে মোকাবিলা করব।”

স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, “সমস্ত পৃথিবী করোনাভাইরাসের সংক্রমণে বিপর্যস্ত। করোনাভাইরাস ইতিমধ্যে পৃথিবীর প্রায় ২০ লাখ মানুষের জীবন কেড়ে নিয়েছে। প্রায় ৯ কোটি মানুষ এতে আক্রান্ত হয়েছে। অনেক দেশের অর্থনীতি ধ্বংস হয়ে গেছে। সেই তুলনায় বাংলাদেশ অনেক ভালো আছে। আমাদের অর্থনীতি সচল আছে, জীবনযাত্রা মোটামুটি সচল আছে।”

চুক্তির ৩ কোটি টিকা সময়মতো আসবে জানিয়ে জাহিদ মালেক বলেন, “আমরা আশা করছি সেরামের সঙ্গে চুক্তি করা ৩ কোটি ভ্যাকসিন তাড়াতাড়ি বাস্তবায়ন হবে। যাতে আমার ভ্যাকসিনটি সময়মতো পাই।”

স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, আগামী ৬ মাসের প্রত্যেক মাসে ৫০ লাখ করে ভ্যাকসিন দেশে আসার কথা। ২০ লাখ ইতিমধ্যে এসেছে। এ মাসে আরো ৫০ লাখ আসার কথা। যদি তা আমারা পেয়ে যাই তা হলে আমাদের হাতে ৭০ লাখ ভ্যাকসিন থাকবে এবং আমরা ৩৫ লাখ মানুষকে ভ্যাকসিন দিতে পারব।”

দেশে প্রথম ভ্যাকসিন প্রদান কার্যক্রমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ দেবেন বলে জানিয়েছেন জাহিদ মালেক।

আরও পড়ুন