পুলিশ-মুসল্লি সংঘর্ষে জাগরণের ফটোসাংবাদিক গুলিবিদ্ধ

জাগরণ প্রতিবেদক প্রকাশিত: মার্চ ২৬, ২০২১, ০৫:২৯ পিএম পুলিশ-মুসল্লি সংঘর্ষে জাগরণের ফটোসাংবাদিক গুলিবিদ্ধ

রাজধানীর বায়তুল মোকাররমে মুসল্লিদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সংবাদ সংগ্রহ করতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন দৈনিক জাগরণের ফটোসাংবাদিক কামরুল ইসলাম। 

শুক্রবার (২৬ মার্চ) জুমার নামাজের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের প্রতিবাদে বিক্ষোভের চেষ্টা করেন মুসল্লিরা। কিন্তু তাতে বাধা দিলে দুই পক্ষের সংঘর্ষ বাধে।

এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে। মুসল্লিরাও পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে থাকে।

এ ঘটনায় সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হন। দৈনিক জাগরণের ফটোসাংবাদিক কামরুল এ সময় গুলিবিদ্ধ হন। চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
 

আরও সংবাদ