• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ২৬, ২০২১, ০২:০৮ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ২৬, ২০২১, ০৪:২৩ পিএম

বায়তুল মোকাররমে মুসল্লিদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

বায়তুল মোকাররমে মুসল্লিদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে কেন্দ্র করে রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় ইসলামি দলগুলোর নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ও টিয়াশেল নিক্ষেপ করেছে।

শুক্রবার (২৬ মার্চ) জুমার নামাজের পর মুসল্লিরা মোদিবিরোধী বিক্ষোভে নামলে পুলিশের সঙ্গে এ সংঘর্ষ শুরু হয়।

এ ঘটনায় সাংবাদিকসহ বেশ কয়েকজন বিক্ষোভকারী আহত হওয়ার খবর পাওয়া গেছে। দুইটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সমমনা ইসলামি দলগুলির ব্যানারে বায়তুল মোকাররমে বিক্ষোভ হয়। তবে শুক্রবার কোনো রাজনৈতিক দল বিক্ষোভের কর্মসূচি ঘোষণা করেনি।

মোদির সফরকে কেন্দ্র করে পল্টন এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ও পুলিশ সদস্যরা। এছাড়া মাঠে রয়েছেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরাও।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সকালে মোদি বাংলাদেশ সফরে এসেছেন। আগে থেকেই মোদির সফরের বিরোধীতা করছিলেন দেশের বিভিন্ন ইসলামিক দল এবং ছাত্র ও যুব অধিকার পরিষদের নেতারা।