কেমিক্যাল গোডাউনে আগুন : শঙ্কামুক্ত নন দগ্ধরা

জাগরণ প্রতিবেদক প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২১, ১০:৫৯ এএম কেমিক্যাল গোডাউনে আগুন : শঙ্কামুক্ত নন দগ্ধরা

রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলায় বহুতল ভবনের কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডে দগ্ধ ১৭ জনের অবস্থা আশঙ্কাজনক। 

শুক্রবার (২৩ এপ্রিল) সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সামন্ত লাল সেন এ কথা বলেছেন।

ভোরেই দগ্ধদের সেখানে ভর্তি করা হয়। এর মধ্যে ফায়ার সার্ভিসের তিন কর্মীও রয়েছেন।

দগ্ধদের মধ্যে দুইজন শিশু ও পাঁচজন নারী রয়েছেন। দগ্ধ চার জনের শরীরের ২৫ শতাংশ পুড়ে গেছে।

শুক্রবার (২৩ এপ্রিল) ভোররাত তিনটার দিকে ভবনের নিচতলায় আগুনের সূত্রপাত হয়। ভবনটির নিচতলায় রাসায়নিকের গুদাম রয়েছে। আগুনে এখন পর্যন্ত দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের চেষ্টায় সকাল সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল জানান, এ পর্যন্ত ১৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের শ্বাসকষ্ট হচ্ছে। একজনকে আইসিইউতে পাঠানো হয়েছে, বাকিদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিহতদের মধ্যে একজন ভবনটির কেয়ারটেকার। তার নাম রাসেল মিয়া। অন্যজন একজন নারী, তিনি ভবনটির চতুর্থতলার বাসিন্দা। তার নাম জানা যায়নি।

 

আরও সংবাদ