মধুর ক্যান্টিনে জয় ও লেখক 

চাঁদাবাজি টেন্ডারবাজিতে ছাত্রলীগের কেউ জড়িত থাকলে ব্যবস্থা

জাগরণ ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০১৯, ০২:২৮ পিএম চাঁদাবাজি টেন্ডারবাজিতে ছাত্রলীগের কেউ জড়িত থাকলে ব্যবস্থা
মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে ছাত্রলীগের সদ্য ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য - ছবি : জাগরণ

ছাত্রলীগের অভিভাবক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশমতো দেশের উন্নয়নে সহযোগী সংগঠন হিসেবে কাজ করবে বাংলাদেশ ছাত্রলীগ। কোনো ধরনের চাঁদাবাজি টেন্ডারবাজিতে ছাত্রলীগের কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। একথা বলেছেন ছাত্রলীগের সদ্য ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। 

আজ রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা একথা বলেন। আগামীকাল সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানিয়ে দায়িত্ব গ্রহণ করবেন বলেও তারা জানান। 

এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন উপস্থিত ছিলেন।

বিস্তারিত আসছে...

এমআইআর/ এফসি

আরও সংবাদ