ভারতের সঙ্গে চুক্তির বিষয় জানতে প্রধানমন্ত্রীকে আজ বিএনপির চিঠি

জাগরণ ডেস্ক প্রকাশিত: নভেম্বর ১৭, ২০১৯, ০৮:২৬ এএম ভারতের সঙ্গে চুক্তির বিষয় জানতে প্রধানমন্ত্রীকে আজ বিএনপির চিঠি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে কি কি বিষয় নিয়ে দেশটির সঙ্গে বাংলাদেশের চুক্তি হয়েছে তা জানতে এবং চুক্তির কপি চেয়ে প্রধানমন্ত্রী বরাবর  চিঠি দেবে বিএনপি।

রোববার (১৭ নভেম্বর) বেলা ১১টায় বিএনপির পক্ষ থেকে এই চিঠি নিয়ে দুই সদস্যর একটি প্রতিনিধি দল তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাবেন। প্রতিনিধি দলে রয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও খায়রুল কবির খোকন।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান শনিবার দিনগত রাত ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ভারত সফরে বাংলাদেশের সমুদ্র উপকুলে নজরদারী জোরদার করতে ভারতকে রাডার বসাতে বাংলাদেশ সম্মতিপত্রে স্বাক্ষর করেছে। এছাড়া বিদেশ থেকে গ্যাস আমদানী করে সেই গ্যাস বোতলজাত করে আবার ভারতকে সরবরাহ করবে সরকার। এর বাইরেও দীর্ঘ দিন ধরে ভারত বাংলাদেশকে তিস্তাসহ অভিন্ন নদীগুলোতে পানি না দিলেও বাংলাদেশের ফেনী নদী থেকে ভারতকে নিয়মিত পানি দেয়ার চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ। বিএনপি এসবসহ অন্যান্য অপ্রকাশিত চুক্তির কপি চায় সরকারের কাছে। সেই কপি পেতে বিএনপির পক্ষ থেকে প্রধানমন্ত্রী বরাবর আনুষ্ঠানিক চিঠি দিচ্ছে বিএনপি। সেই চিঠি নিয়ে দলের দুই যুগ্ম মহাসচিব রোববার সকাল ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাবেন।

টিএস/একেএস

আরও সংবাদ