মানসিক কারণে অ্যাশেজ থেকে সরে গেলেন ইংলিশ ক্রিকেটার

জাগরণ ডেস্ক প্রকাশিত: জুলাই ২৭, ২০১৯, ০৩:৫৮ পিএম মানসিক কারণে অ্যাশেজ থেকে সরে গেলেন ইংলিশ ক্রিকেটার
ইংলিশ নারী দলের ব্যাটসম্যান সারাহ টেইলর। ফাইল ছবি

মানসিক স্বাস্থ্য সমস্যার কারণে নারীদের অ্যাশেজ টি-টুয়েন্টি সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিলেন ইংল্যান্ডের উইকেটরক্ষক সারাহ টেইলর। তিনি মনে করেন, 'মানসিক স্বাস্থ্য নিয়ে হয়তো কেউ খুব একটা চিন্তা করে না, তবে এটি সার্বক্ষণিক তত্ত্বাবধানে রাখা প্রয়োজন।'

মানসিক সমস্যার কারণে গুরুত্বপূর্ণ সিরিজ থেকে সরে দাঁড়ানো সারাহর জন্য এবারই প্রথম নয়। ২০১৮ এর নভেম্বরে অনুষ্ঠিত নারীদের টি-টুয়েন্টি বিশ্বকাপের ইংল্যান্ড দল থেকেও তিনি দুশ্চিন্তাজনিত মানসিক সমস্যার কারণে বাদ পড়েছিলেন। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) গতকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি শুরু হওয়ার আগে এক বিবৃতিতে বলেছে, গত তিন বছরে সারাহর মানসিক স্বাস্থ্যের বেশ অগ্রগতি হয়েছে। তবে তিনি এই সিরিজে খেলতে পারছেন না।

সারাহ বলেছেন, '২০১৬ সালে মানসিক সমস্যার কারণে আমি দীর্ঘ ১ বছর ক্রিকেট থেকে স্বেচ্ছা নির্বাসনে ছিলাম। তবে আমি সবাইকে আশ্বস্ত করতে চাই, এবারের সমস্যা অতটা জোরালো নয়। আমার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটের চাপ এই মুহূর্তে নেয়া সম্ভব নয়, তাই সাময়িক বিরতি নিচ্ছি।'

তবে নিজে উপস্থিত না থাকতে পারলেও দলকে শুভ কামনা জানিয়েছেন সারাহ। তার বদলে ইংলিশ নারী দলে ডাকা হয়েছে ফ্র্যান উইলসনকে।

এমএইচএস

আরও সংবাদ