বিপিএল শুরুর দিন নির্ধারণ

জাগরণ ডেস্ক প্রকাশিত: জুলাই ২৭, ২০১৯, ০৯:২১ পিএম বিপিএল শুরুর দিন নির্ধারণ

চলতি ২০১৯ সালের জানুয়ারি মাসে বসছিল বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) ষষ্ঠ আসর। গত বছরের অক্টোবরে তা হওয়ায় কথা থাকলেও জাতীয় সংসদ নির্বাচনের কারণে তা পিছিয়ে যায়। এ বছরের শেষে আবারো বসছে বিপিএলের আসর। 

সপ্তমবারের মতো হতে যাওয়া এই টুর্নামেন্টের প্রথম ম্যাচ মাঠে গড়াবে ৬ ডিসেম্বর। ফলে এবারই প্রথমবারের মতো একই বছর দুইবার বিপিএল দেখার নজির গড়তে চলেছেন টাইগার ভক্তরা। 

শনিবার (২৭ জুলাই) বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বোর্ড সভা শেষে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। 

তবে ৬ ডিসেম্বর বিপিএল মাঠে গড়ালেও এর তিনদিন আগে অর্থাৎ ৩ ডিসেম্বর টুর্নামেন্টের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে দর্শকদের উপভোগের জন্য বিশেষ কিছু করার পরিকল্পনা রয়েছে। 

এর আগেও অবশ্য বিপিএল গভর্নিং কাউন্সিলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ সোহেল বিষয়টি নিশ্চিত করে জানিয়েছিলেন, টুর্নামেন্ট আয়োজনের বিষয়টি অবগত করার জন্য ৭ ফ্র্যাঞ্চাইজিকে চিঠি ইস্যু করা হয়েছে।

তিনি আরও জানিয়েছিলেন, আগামী নভেম্বরে বাংলাদেশ দল ভারত সফরে যাবে। সেখান থেকে ফিরে কিছুদিন ক্রিকেটাররা বিশ্রামে থাকবে। মূলত এ কারণেই ডিসেম্বরে আসন্ন বিপিএল অনুষ্ঠিত হবে।

আরআইএস 

আরও সংবাদ