• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ২১, ২০১৯, ০১:৫৯ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ২১, ২০১৯, ০২:১৭ পিএম

বিপিএল খেলতে বাংলাদেশ আসছেন ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী অধিনায়কও

বিপিএল খেলতে বাংলাদেশ আসছেন ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী অধিনায়কও
ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী অধিনায়ক এউইন মরগান - ফাইল ফটো

চলতি বছরের শেষের দিকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএলের সপ্তম আসর। আগেই জানা গিয়েছিল, দেশের সবচেয়ে বড় ও জমকালো টুর্নামেন্টকে আরও রাঙিয়ে তুলতে এবার বিশ্বের বড় বড় ক্রিকেট তারকাদের দলে ভেড়াবে ফ্র্যাঞ্চাইজিগুলো। সেই কথার প্রমাণ দিয়ে, ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী অধিনায়ক এউইন মরগানকে দলে ভেড়াল ঢাকা ডায়নামাইটস। 

সদ্যই ইংল্যান্ডকে প্রথমবারের মতো বিশ্বকাপ জেতানো মরগানকে দলে নেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা ডায়নামাইটস কর্তৃপক্ষ। ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজকে ঢাকা ডায়নামাইটসের প্রধান নির্বাহী ওবাইদ নিজাম বলেছেন, ‘আমরা মরগানকে পুরো টুর্নামেন্টে পাওয়ার ব্যাপারে আশাবাদী।’  

মরগানকে দলে নেয়ার প্রসঙ্গে ওবাইদ নিজামের কাছে প্রশ্ন রাখা হয়েছিল আগের দুই আসরে দলকে রানার্সআপ করা অধিনায়ক সাকিব আল হাসান স্বপদে বহাল থাকবেন তো? বিষয়টি খোলাসা না করে তিনি বলেন, আমাদের এটা (দলের অধিনায়কত্ব) নিয়ে ভাবতে হবে। কারণ আপনারা জানেন আমাদের দলে সাকিব আছে। বেশ কিছুদিন ধরেই সে আমাদের দলকে নেতৃত্ব দিচ্ছে। 

এদিকে এবারই প্রথম বিপিএল খেলতে যাচ্ছেন ইংল্যান্ডের সংক্ষিপ্ত ওভারের ক্রিকেট দলের অধিনায়ক মরগান। তবে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে এর আগেও তিনি খেলে গেছেন। ২০১৪ সালে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লীগে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে ৫০ ওভারের ক্রিকেট খেলে গেছেন তিনি। 

এসএইচএস

আরও পড়ুন