বিশ্বকাপ বাছাইপর্ব : ফুটবলারদের প্রস্তুতি ক্যাম্প শুরু

জাগরণ ডেস্ক প্রকাশিত: আগস্ট ২৪, ২০১৯, ১২:৩৩ পিএম বিশ্বকাপ বাছাইপর্ব : ফুটবলারদের প্রস্তুতি ক্যাম্প শুরু
বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ফাইল ফটো

২০২২ কাতার ফুটবল বিশ্বকাপের এশিয়ান অঞ্চলের বাছাইপর্বে আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচের জন্য প্রস্তুতি ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।

শনিবার (২৪ আগস্ট) সকাল ১০টার দিকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রাথমিক দলে ডাক পাওয়া ১৯ জন ফুটবলার ক্যাম্পে যোগ দিয়ে অনুশীলন শুরু করেছেন। 

এএফসি কাপের ইন্টার জোনাল প্লে-অফ সেমিফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচে উত্তর কোরিয়ার এপ্রিল টুয়েন্টি ফাইভ ক্লাবের বিপক্ষে খেলতে নামবে ঢাকা আবাহনী। আগামী ২৮ আগস্ট পিয়ংইয়েং দ্বিতীয় লেগের ম্যাচটি অনুষ্ঠিত হবে। এজন্য প্রাথমিক দলে ডাক পাওয়া আবাহনীর ৭ ফুটবলার ক্যাম্পে যোগ দেননি।

এর আগে শুক্রবার (২৩ আগস্ট) সন্ধ্যায় প্রাথমিক ক্যাম্পে ডাক পাওয়া ১৯ জন ক্যাম্পে যোগ দেন। ক্যাম্পে যোগ দেয়ার পর বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া আফগান ফুটবলারদের সম্পর্কে গণমাধ্যমে বলেন, আফগানিস্তানের ফুটবলাররা জার্মানিতে খেলেন। ওদের খেলা আমরা দেখিনি। তবে তাদের উচ্চতা নিয়ে আমরা চিন্তিত নই। 

তিনি বলেন, আপনি দেখেন বিশ্বের সেরা খেলোয়াড় হলেন লিওনেল মেসি। তার উচ্চতাও কিন্তু বেশি না। তাই এটা নিয়ে আমরা উদ্বিগ্ন নই। আমরা আফগানদের বিপক্ষে জয়ের ব্যাপারে আশাবাদী।

আগামী ১০ সেপ্টেম্বর তাজিকিস্তানের দুশানবের সেন্ট্রাল স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে গ্রুপের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ।

আরআইএস 
 

আরও সংবাদ