• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ২২, ২০১৯, ০৫:২৯ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ২২, ২০১৯, ০৫:২৯ পিএম

এএফসির সেরার তালিকায় সোহেলের গোল

এএফসির সেরার তালিকায় সোহেলের গোল
গোলের পর সোহেল রানার উদযাপন- ছবি: সংগৃহীত

গতকাল (বুধবার) এএফসি কাপের ইন্টার জোনাল প্লে-অফ সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচে উত্তর কোরিয়ার এপ্রিল টুয়েন্টি ফাইভ ক্লাবকে ৪-৩ গোলে হারিয়েছে আবাহনী লিমিটেড। আবাহনীর হয়ে ম্যাচের প্রথম গোলটি আসে সোহেল রানার পা থেকে। প্রথমার্ধের ৩৩ মিনিটে তার বাঁ পায়ে নেয়া দুর্দান্ত গোলেই লিড নেয় আবাহনী।  

এদিকে মিডফিল্ডার সোহেল রানার দুর্দান্ত এই গোলটি জায়গা পেয়েছে এএফসির সপ্তাহসেরা গোলগুলোর একটির তালিকায়। গোলটি এএফস্যার সপ্তাহসেরা হবে কি-না তা নির্ভর করছে দর্শদের ভোটের ওপর। যদিও আপাতত এগিয়েই আছেই তিনি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত, সেরা চার গোলের মধ্যে আবাহনীর মিডফিল্ডারের গোলটি ৫৬ শতাংশ ভোট পেয়ে শীর্ষে রয়েছে। 

একই ম্যাচে এপ্রিল টুয়েন্টি ফাইভের হয়ে চো জং হিউকের গোলটিও আছে সেরার তালিকায়। ৩৫তম মিনিটে তার গোলেই সমতায় ফিরেছিল কোরিয়ান ক্লাবটি।

উল্লেখ্য, বঙ্গবন্ধু স্টেডিয়ামে গতকাল ৩৩ মিনিটে ডি-বক্সের বাইরে আবাহনী স্ট্রাইকার নাবিব নেওয়াজ জীবন বল পান। বলটি তিনি কৌশলে পেছনে ঠেলে দেন সোহেলে রানার উদ্দেশে। বল পেয়ে সোহেল বাঁ পায়ে জোরালো শট নেন। তার সেই শট বুলেট গতির শট কাঁপিয়ে দেয় কোরিয়ান ক্লাবের জাল।

এর আগে এএফসি কাপের গ্রুপ পর্বে নেপালের মানাং মার্সিয়াংদি ক্লাবের বিরুদ্ধে আবাহনীর মামুনুল ইসলামের গোলটি সপ্তাহসেরা নির্বাচিত হয়েছিল। 

এসএইচএস 

আরও পড়ুন