জেমি ডের কাঁধে গোলপোষ্ট, সঙ্গে পুরো বাংলাদেশ দলটাও?

জাগরণ ডেস্ক প্রকাশিত: অক্টোবর ১৪, ২০১৯, ১২:২৬ পিএম জেমি ডের কাঁধে গোলপোষ্ট, সঙ্গে পুরো বাংলাদেশ দলটাও?
ভারতের কলকাতায় গোলপোষ্ট কাঁধে বাংলাদেশ ফুটবল দলের কোচ জেমি ডে। ছবি : বাফুফে

ছিলেন আর্সেনালের মতো বড় দলের সঙ্গে। খেলেছেন বর্নমাউথের মতো ক্লাবে। ইংল্যান্ডের রাজকীয় সেই হালহাকিকত ছেড়ে পাড়ি জমিয়েছেন বাংলাদেশে। যে দেশের ফুটবলে হাজারটা সমস্যা। তিনি যখন দায়িত্ব নেন তখন ভুটানের বিপক্ষে সেই ৩-১  ট্র্যাজেডিতে ফুটবলের সূর্য অস্তমিত হওয়ার অপেক্ষায়।

দায়িত্ব নিয়েই জাদুর কাঠি হাতে যেন বদলাতে শুরু করলেন বাংলাদেশের ফুটবল। ট্যাকনিক্যাল দিক ছাপিয়ে জোর দিলেন খেলোয়াড়দের ফিটনেসে। জামাল ভূঁইয়ার নেতৃত্বে এক দল তরুণকে নিয়ে গড়লেন জাতীয় দল। বদলে দিলেন সব কিছু। 

আত্মবিশ্বাসে বলিয়ান এই দলটি এখন বিশ্বকাপ বাছাইয়ের মঞ্চে। যেখানে প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ১-০ গোলে হারের পর কাতারের বিপক্ষে ঘরের মাঠে বাংলাদেশ হেরেছে ২-০ গোলে। তবুও চারদিকে প্রশংসার স্তুতি। জেমি ডের দলের জয়গান। 

এর পেছনের কারণটা ফলাফল ছাপিয়েও দলের ভালো খেলা। কাতারের বিপক্ষের ম্যাচটা তো হারের পরও জেমি ঘোষণা করেছেন তার সেরা ম্যাচ হিসেবেই। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে বর্তমানে ভারতের কলকাতায় আছে বাংলাদেশ দল। 

যেখানে মঙ্গলবার (১৫ অক্টোবর) স্বাগতিক ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ওই ম্যাচের আগের অনুশীলনে জেমি ডেকে দেখা গেল গোলপোষ্ট কাঁধে। খেলোয়াড়দের অনুশীলনের স্বার্থেই এমনটা করেছেন তিনি। গোলপোষ্টের সঙ্গে জেমি যে বাংলাদেশ দলটাকেও কাঁধে তুলে নিয়েছেন, তা তো বলাই যায়।

আরও সংবাদ