• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ১৩, ২০১৯, ১০:১১ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ১৩, ২০১৯, ১০:১৩ পিএম

ইকুয়েডরের জালে আর্জেন্টিনার গোলবন্যা

ইকুয়েডরের জালে আর্জেন্টিনার গোলবন্যা
। মেসি, আগুয়েরোকে ছাড়া খেলতে নেমে প্রতিপক্ষকে নিয়ে রীতিমতো ছেলেখেলায় মেতে ওঠে লিওনেল স্কালোনির শিষ্যরা। ছবি: সংগৃহীত

ইকুয়েডরের বিপক্ষে খেলতে নেমে তাদের গোলবন্যায় ভাসিয়েছে দুই বারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। মেসি, আগুয়েরোকে ছাড়া খেলতে নেমে প্রতিপক্ষকে নিয়ে রীতিমতো ছেলেখেলায় মেতে ওঠে লিওনেল স্কালোনির শিষ্যরা। ইকুয়েডরের জালে ৬ গোল দিয়েছেন আলারিও-ক্যাম্পাসরা।

২০ মিনিটে গোল উৎসবের শুরুটা করেন আগের ম্যাচে অভিষেক হওয়া আলারিও। মার্কাস আকুনার করা কর্ণার কিক থেকে হেডে বল জালে জড়ান তিনি। এরপর ২৭ মিনিটে আর্জেন্টিনার স্ট্রাইকারের জোড়ালো শট ইকুয়েডর ডিফেন্ডার ইসপিনুজার পায়ে লেগে গোল হয়। বিরতির আগেই ব্যবধান ৩-০ করেন লিয়ার্ন্দো পেরাদেস। প্যানাল্টি থেকে গোল করেন তিনি।

বিরতি থেকে ফিরে আর্জেন্টিনাকে এক গোল শোধ দেয় ইকুয়েডর। ডি বক্সের অনেকটা দূর থেকে ফ্রি-কিক শটে দারুণভাবে বল জালে জড়ান অ্যাঞ্জেল মিনা। এরপর আরও বেশি আক্রমনাত্মক হয়ে ওঠে আর্জেন্টিনা। ৬৬ মিনিটে দিবালার ফ্রি-কিক থেকে হেডে ইকুয়েডরের জালে চতুর্থবারের মতো বল জড়ান পেজ্জেলা। 

৮২ মিনিটে আর্জেন্টিনার পক্ষে পঞ্চম গোলটি করেন নিকোলাস ডমিঙ্গোজ। এরপর গোলবন্যার ম্যাচের শেষ গোলটি করেন পুরো ম্যাচে দারুণ খেলা লুকাস অ্যাকোম্পাস। ইকুয়েডরের গোলরক্ষকের ভুলে বল পেয়ে জোড়ালো শটে বল জালে জড়ান।

এমএইচবি

আরও পড়ুন