শাস্তি কমানোর আবেদন করবেন সাকিব, পাশে থাকবে বিসিবি 

জাগরণ ডেস্ক প্রকাশিত: অক্টোবর ২৯, ২০১৯, ০৮:৫০ এএম শাস্তি কমানোর আবেদন করবেন সাকিব, পাশে থাকবে বিসিবি 
সাকিব আল হাসান। ফটো : বিসিবি

ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দুর্নীতি দমন বিভাগকে অবগত না করার অপরাধে অভিযুক্ত হয়েছেন সাকিব আল হাসান। আইসিসির ধারা ২.২.৪ থেকে ২.২.৬- এ অংশে সাকিব অভিযুক্ত হয়েছেন। ফলে ১৮ মাসের নিষেধাজ্ঞায় পড়তে পারেন দেশসেরা এই ক্রিকেটার। 

বিসিবির একটি সূত্র জানিয়েছে, সাকিব আল হাসান আত্মপক্ষ সমর্থন করবেন এবং ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পেয়ে নিজ বোর্ড কিংবা আইসিসি দুর্নীতি দমন সংস্থা আকসুকে না জানানোর অভিযোগ খন্ডনের চেষ্টা করবেন। ১৮ মাস নিষেধাজ্ঞা কমাতে তিনি অনুরোধ করবেন।

২ বছর আগে আন্তর্জাতিক একটি ম্যাচে সাকিব এমন প্রস্তাব পেয়েছেন বলে জানা গেছে (এছাড়া আইপিএল ও বিপিএলের দুটি ম্যাচেও তদন্ত চলছে)। তবে শাস্তির মাত্রা কমতেও পারে। টেলিফোন রেকর্ড রয়েছে আইসিসির দুর্নীতি বিভাগের কাছে। এসব কিছুর ওপর বিবেচনা হবে। 

বিসিবি সূত্র আরও জানিয়েছে, বোর্ড সভাপতি সাকিবকে আশ্বস্ত করেছেন, পুরো ব্যাপারটিতে আইনি প্রক্রিয়ার মধ্যে থেকেই সাকিবের পাশে থাকবে বিসিবি। সাকিবকে বলে দেয়া হয়েছে, ব্যাপারটি নিয়ে মিডিয়ার সামনে ঢালাওভাবে কথা না বলতে। 

আরআইএস 

আরও সংবাদ