• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ২৮, ২০১৯, ০৯:০৯ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ২৮, ২০১৯, ০৯:০৯ পিএম

দিবারাত্রির টেস্ট খেলার সিদ্ধান্ত নেবে কোচ ও ক্রিকেটাররা

দিবারাত্রির টেস্ট খেলার সিদ্ধান্ত নেবে কোচ ও ক্রিকেটাররা
বাংলাদেশ ক্রিকেট দল। ফাইল ফটো

হঠাৎ করেই আলোচনায় দিবারাত্রির টেস্ট। বিসিসিআই থেকে কলকাতার ইডেন গার্ডেনে গোলাপি বলে টেস্ট খেলার আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যেখানে উপস্থিত থাকার কথা রয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের।

যদিও বিসিসিআই থেকে আমন্ত্রণ পাওয়ার কথা জানালেও আদৌ গোলাপি বলে বাংলাদেশ খেলবে কি না, সে ব্যাপারে এখনো নিশ্চিতভাবে কিছু জানায়নি বিসিবি।

ভারত সফরের আগে ক্রিকেটারদের প্রস্তুতি ক্যাস্পের শেষদিনে ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান জানালেন, গোলাপি বলে খেলার সিদ্ধান্ত বিসিবি নয়, সেই সিদ্ধান্ত নেবেন ক্রিকেটার ও কোচরা।

তিনি বলেন, আমাদের কাছে একটা ভালো অফার এসেছে গোলাপি বলে টেস্ট খেলার ব্যাপারে। তো আমরা আমাদের খেলোয়াড়দের কাছ থেকে জানতে চাই ওরা খেলতে চায় কি না । আজ আমরা ম্যাচ শেষে কোচ, নির্বাচকদের নিয়ে বসবো। খেলোয়াড়রাও সেখানে থাকবে।

আরআইএস 
 

আরও পড়ুন