• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ২৮, ২০১৯, ০৭:৪৫ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ২৮, ২০১৯, ০৭:৫৬ পিএম

ভারতে যাচ্ছেনই না সাকিব!

ভারতে যাচ্ছেনই না সাকিব!
সাকিব আল হাসান। ফাইল ফটো

কাল বাদে পরশু ভারতের উদ্দেশ্যে পাড়ি জমাবেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। সেখানে তারা দুই টেস্টের সঙ্গে খেলবেন তিনটি টি-টুয়েন্টি ম্যাচও। সাদা পোশাকের ম্যাচগুলো দিয়ে শুরু হবে টাইগারদের টেস্ট চ্যাম্পিয়নশিপ যাত্রা।

অথচ এমন মহাগুরুত্বপূর্ণ সিরিজের আগে দলের টেস্ট ও টি-টুয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান যাচ্ছেন কি না, সে ব্যাপারে এখনো নিশ্চিত করে কিছু বলতে পারছে না বিসিবি। এই ব্যাপারে বোর্ড কর্মকর্তাদের কেউ কথা বলতে চাচ্ছেন না। 

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি। টেস্ট ও টি-টুয়েন্টি দলে পরিবর্তন আসছে এমন নিশ্চয়তা দিলেও বোর্ড কর্মকর্তাদের কেউ কী পরিবর্তন আসছে, সে ব্যাপারে কিছু বলছেন না। 

আর তাতেই গুঞ্জন ছড়িয়েছে টেলিকম কোম্পানি গ্রামীণফোনের সঙ্গে চুক্তির কারণে নিষিদ্ধ হতে পারেন বিশ্বেসরা অলরাউন্ডার। আর তা যদি সত্যিই হয়, তাহলে নিশ্চিতভাবেই বাংলাদেশের ক্রিকেট মহল আবারো উত্তাল হবে।

এমএমইচবি/আরআইএস 
 

আরও পড়ুন