ঢাকায় জরুরি বিমান অবতরণ

অল্পের জন্য রক্ষা পেলো বাংলাদেশ জাতীয় ফুটবল দল

জাগরণ ডেস্ক প্রকাশিত: নভেম্বর ৪, ২০১৯, ০৮:২০ এএম অল্পের জন্য রক্ষা পেলো বাংলাদেশ জাতীয় ফুটবল দল
জরুরি অবতরণের পর ফুটবলারদের উত্তরার একটি হোটেলে নিয়ে যাওয়া হয় -ছবি : সংগৃহীত

বিশ্বকাপ বাছাইপর্বে চতুর্থ ম্যাচে খেলতে ওমানের পথে রওনা দিয়েছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। কিন্তু তাদের বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ায় তা ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়।

রোববার (৩ নভেম্বর) বাংলাদেশের ফুটবলারদের বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইট (বিজি-০০২১) হযরত শাহজালাল বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়ার এক ঘণ্টা পর আবার সেখানেই জরুরি অবতরণ করতে বাধ্য হয়।

উড্ডয়নের পর পরই বিমানের এয়ারকন্ডিশন বন্ধ হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায় বিদ্যুৎ সংযোগও। পরে খেলোয়াড়দের জানানো হয় বিমানটি ঢাকায় জরুরি অবতরণ করবে। শেষ পর্যন্ত ফুটবলারদের বহনকারী বিমানটি নিরাপদে জরুরি অবতরণ করে। পরে ফুটবলারদের উত্তরার একটি হোটেলে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে সোমবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় ওমানের উদ্দেশে পুনরায় যাত্রা করে জাতীয় দলের ফুটবলাররা। 

বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার গণমাধ্যমকে জানান, ওমানের পথে বিমানটি ঢাকা ছেড়ে যায় রাত ১২ টা ১৬ মিনিটে। যান্ত্রিক ত্রুটির কারণে রাত ১টা ৭ মিনিটে বিমানবন্দরে জরুরি অবতরণ করে। বিমানটিতে ২৪০ জন যাত্রী ছিল।

ওমানের বিপক্ষে ম্যাচের আগে নিজেদের প্রস্তুতি ভালোভাবে সেরে নিতে প্রায় দুই সপ্তাহ আগেই বাংলাদেশ দলের ওমান যাওয়ার পরিকল্পনা করা হয়েছিল। ফিফার র‍্যাংকিংয়ে ওমানের চেয়ে ১০০ ধাপ পিছিয়ে বাংলাদেশ। এজন্য শক্তিমত্তায় বেশ পিছিয়ে থাকা বাংলাদেশ দল বাড়তি প্রস্তুতি নিতে আগেভাগেই সেখানে পৌঁছানোর কথা ছিল। 

স্পেন থেকে দলের সঙ্গে সোমবার (৪ নভেম্বর) অধিনায়ক জামাল ভূঁইয়া যোগ দেয়ার কথা ছিল। তবে দলের বিমান যাত্রায় বাধা পড়ায় হয়তো লা-লীগার ধারাভাষ্য দিতে বর্তমানে বার্সেলোনায় থাকা জামালই আগে ওমানে পৌঁছে যাবেন। কোচ জেমি ডে ছুটি কাটিয়ে যুক্তরাষ্ট্র থেকে ওমানে দলের সাথে যোগ দেবেন।  

১৪ নভেম্বর (বৃহস্পতিবার) দ্বিতীয় রাউন্ডে ‘ই’ গ্রুপে নিজেদের চতুর্থ ম্যাচে ওমানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এর আগে ৯ নভেম্বর (শনিবার) ওমানের স্থানীয় লিগের একটি দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

ওমানের বিপক্ষে বাংলাদেশের স্কোয়াড

জামাল ভূঁইয়া (অধিনায়ক), নাবীব নেওয়াজ জীবন, মাহবুবুর রহমান সুফিল, তৌহিদুল আলম সবুজ, মতিন মিয়া, মোহাম্মদ ইব্রাহিম, বিপলু আহমেদ, বিশ্বনাথ ঘোষ, ইয়াসিন খান, রহমত মিয়া, রিয়াদুল হাসান রাফি, ইয়াসিন আরাফাত, রবিউল হাসান, আরিফুর রহমান, রাকিব হোসেন, শহিদুল আলম সোহেল, আশরাফুল ইসলাম রানা, আনিসুর রহমান জিকো, রায়হান হাসান, টুটুল হোসেন বাদশা, সাদউদ্দিন, মামুনুল ইসলাম ও সোহেল রানা। 

আরআইএস/এসএমএম

আরও সংবাদ