• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ৩, ২০১৯, ১০:১২ এএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ৩, ২০১৯, ১০:১২ এএম

ইপিএল

লিভারপুল-ম্যানসিটি-চেলসির জয়

লিভারপুল-ম্যানসিটি-চেলসির জয়
ইংলিশ প্রিমিয়ার লীগে জয় পেয়েছে লিভারপুল, ম্যানচেস্টার সিটি এবং চেলসি।

অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যাচের ৮৬ মিনিট পর্যন্ত পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত ইংলিশ প্রিমিয়ার লীগে (ইপিএল) নাটকীয় এক জয় পেয়েছে লিভারপুল। 

শনিবার (২ নভেম্বর) বার্মিংহ্যামের ভিলা পার্কে অনুষ্ঠিত ম্যাচের ২১ মিনিটে স্বাগতিকদের এগিয়ে দেন ট্রেজেগুয়েট। দ্বিতীয়ার্ধে লিভারপুল আক্রমণের ধার বাড়ালেও কিছুতেই গোলের দেখা পাচ্ছিল না। অবশেষে ৮৭ মিনিটের মাথায় রবার্টসন হেডে গোল করলে অলরেডরা সমতায় ফেরে। এরপর ইনজুরি সময়ের চতুর্থ মিনিটে কর্নার কিক থেকে পাওয়া বল হেডে জালে পাঠিয়ে লিভারপুলের জয় নিশ্চিত করেন সাদিও মানে।

ইতিহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত আরেক ম্যাচে পিছিয়ে পড়ার পরও সাউদাম্পটনের বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। ম্যাচের ১৩ মিনিটে জেমস ওয়ার্ড-প্রোউসের লক্ষভেদে এগিয়ে যায় সাউদাম্পটন। বিরতির পর ৭০ মিনিটের সময় সার্জিও অ্যাগুয়েরোর গোলে সমতায় ফেরে ম্যানসিটি। এরপর ৮৬ মিনিটে কাইল ওয়াকার গোল করলে জয়ের স্বাদ পায় পেপ গার্দিওলার দল। 

ওয়াটফোর্ডের বিপক্ষে তাদের মাঠে ২-১ গোলের জয় পেয়েছে চেলসি। ম্যাচের ৪ মিনিটেই টামি আব্রাহামের গোলে লিড পায় অতিথিরা। বিরতির পর ৫৫ মিনিটের মাথায় ক্রিস্টিয়ান পুলিসিক ব্যবধান দ্বিগুণ করেন। ৮০ মিনিটে স্পট কিক থেকে জেরার্ড ডেউলোফেউ ওয়াটফোর্ডের হয়ে ব্যবধান কমান।

ঘরের মাঠে উলভারহ্যাম্পটন ওয়ানডারার্সের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে আর্সেনাল। ম্যাচের ২১ মিনিটে পিয়েরে-এমেরিক আউবামেয়াংয়ের গোলে গানাররা এগিয়ে গেলেও ৭৬ মিনিটে অতিথিদের সমতায় ফেরান রাউল হিমিনেস।

এদিকে, বর্নমাউথের মাঠে তাদের বিপক্ষে হেরে বসেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচের ৪৫ মিনিটে জসুয়া কিং ম্যাচের একমাত্র গোলটি করেন। আর তাতে ১-০ গোলে হেরে মাঠ ছাড়ে রেড ডেভিলরা।

আরআইএস  

আরও পড়ুন