• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ২, ২০১৯, ০৭:৫৪ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ২, ২০১৯, ০৭:৫৫ পিএম

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে দুই সপ্তাহ আগে ওমান যাচ্ছে ফুটবল দল

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে দুই সপ্তাহ আগে ওমান যাচ্ছে ফুটবল দল
ফাইল ছবি

বিশ্বকাপ বাছাইয়ের শুরুর তিন ম্যাচের একটিতেও আসেনি জয়। প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ১-০ গোলে হারের পর দ্বিতীয় ম্যাচে ঘরের মাঠে কাতারের বিপক্ষে বাংলাদেশের হার ২-০ গোলে। তবে বিশ্বকাপ বাছাইয়ের তৃতীয় ম্যাচে ভারতের বিপক্ষে তাদেরই মাঠে ১-১ গোলে ড্র করাটা বাড়তি আত্মবিশ্বাস যোগাচ্ছে বাংলাদেশকে। 

আর এই আত্মবিশ্বাস নিয়েই বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের চতুর্থ ম্যাচে খেলতে প্রায় দুই সপ্তাহ আগেই ওমান যাচ্ছে বাংলাদেশ ফুটবল দল। ফিফার র‍্যাংকিংয়ে ওমানের চেয়ে ১০০ ধাপ পিছিয়ে বাংলাদেশ। এজন্য শক্তিমত্তায় বেশ পিছিয়ে থাকা বাংলাদেশ দল বাড়তি প্রস্তুতি নিতে আগেভাগেই সেখানে পৌঁছে যাচ্ছে।

রোববার (৩ নভেম্বর) রাতেই ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। স্পেন থেকে দলের সঙ্গে সোমবার যোগ দেবেন অধিনায়ক জামাল ভূঁইয়া। লা-লীগার ধারাভাষ্য দিতে বর্তমানে বার্সেলোনায় আছেন তিনি। এছাড়া ওই দিনই কোচ জেমি ডে ছুটি কাটিয়ে যুক্তরাষ্ট্র থেকে ওমানে যাবেন।

আগামী ১৪ নভেম্বর দ্বিতীয় রাউন্ডে ‘ই’ গ্রুপে নিজেদের চতুর্থ ম্যাচে ওমানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এর আগে ৯ তারিখে ওমানের স্থানীয় লিগের একটি দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

ওমানের বিপক্ষে ২৩ জনের স্কোয়াড: 

নাবীব নেওয়াজ জীবন, মাহবুবুর রহমান সুফিল, তৌহিদুল আলম সবুজ, মতিন মিয়া, মোহাম্মদ ইব্রাহিম, বিপলু আহমেদ, বিশ্বনাথ ঘোষ, ইয়াসিন খান, জামাল ভুঁইয়া, রহমত মিয়া, রিয়াদুল হাসান রাফি, ইয়াসিন আরাফাত, রবিউল হাসান, আরিফুর রহমান, রাকিব হোসেন, শহিদুল আলম সোহেল, আশরাফুল ইসলাম রানা, আনিসুর রহমান জিকো, রায়হান হাসান, টুটুল হোসেন বাদশা, সাদউদ্দিন, মামুনুল ইসলাম, সোহেল রানা।

এমএইচবি

আরও পড়ুন