করোনার কারণে আইপিএল স্থগিত

জাগরণ ডেস্ক প্রকাশিত: মে ৪, ২০২১, ০১:৪৯ পিএম করোনার কারণে আইপিএল স্থগিত

অবশেষে করোনার কাছে হার মানল বিশ্বের সবচেয় বড় ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি ক্রিকেট আসর আইপিএল। করোনার গ্রাসে স্থগিত করে দেওয়া হলো এই টুর্নামেন্টটি। ভারত জুড়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত রোগী ও মৃতের সংখ্যা। এর মধ্যেই আইপিএলের দুই দলের খেলোয়াড়ের কয়কজনে ক্রিকেটার করোনায় আক্রান্ত হয়েছেন।

এরই প্রেক্ষিতে মঙ্গলবার (৪ মে) আইপিএলের চলতি আসর স্থগিত করে বিসিসিআই।

ভারতীয় বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, আপাতত স্থগিত রাখা হচ্ছে আইপিএল। ফের কবে শুরু হবে তা এখনও জানানো হয়নি। একের পর এক ক্রিকেটার করোনা আক্রান্ত হওয়ায় এমন সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট বোর্ড।

এদিকে কলকাতা নাইট রাইডার্সের দুজন খেলোয়াড়ের করোনা পজিটিভ ফলাফল আসায় স্থগিত করা হয় সোমবারের সোমবার রাত আটটায় অনুষ্ঠিত হতে যাওয়া কলকাতা বনাম রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচ। পরে জানা যায়, চেন্নাই সুপরা কিংসের খেলোয়াড়, স্টাফ ও বাস চালকের শরীরেও করোনার সংক্রমণ ধরা পড়েছে। 

আরও সংবাদ