• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ৩০, ২০১৯, ০১:১২ পিএম
সর্বশেষ আপডেট : জুন ৩০, ২০১৯, ০১:১২ পিএম

১০০ বিচারপতি নিয়োগ 

১০০ বিচারপতি নিয়োগ 
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক- ছবি: সংগৃহীত

২০০৮ সাল থেকে ১০০ বিচারপতি নিয়োগ দেয়া হয়েছে বলে সংসদকে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। 

রোববার (৩০ জুন) রংপুর-১ আসনের সংসদ সদস্য মসিউর রহমান রাঙ্গার এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। এর আগে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।

মন্ত্রী জানান, ২০০৮ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত সুপ্রীম কোর্টের আপিল বিভাগে ও হাইকোর্ট বিভাগে মোট ১০০ জন বিচারপতি নিয়োগ দেয়া হয়েছে। এরমধ্যে আপিল বিভাগে ৬ জন ও হাইকোর্ট বিভাগে ২৮ জন বিচাপতি নিয়োগ দেয়া হয়েছে।

তিনি জানান, ২০০৯ সাল থেকে এ পর্যন্ত অধস্তন আদালতে মোট ৮৭৬ জন সহকারী জজ নিয়োগ দেয়া হয়েছে। ৯৯ জন সহকারী জজ নিয়োগের কাযক্রম শেষ পর্যায়ে রয়েছে। আরো ১০০ জন সহকারী জজ নিয়োগের চাহিদা পত্র পাঠানো হয়েছে। এ পর্যন্ত ২ হাজার ৬৭ জন বিচারককে বিভিন্ন পদে পদোন্নতি প্রদান করা হয়েছে।

এইচএস/টিএফ