• ঢাকা
  • শুক্রবার, ১০ মে, ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ৭, ২০২০, ০৪:১৭ পিএম
সর্বশেষ আপডেট : মে ৭, ২০২০, ০৪:১৭ পিএম

কোভিড-১৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিদিন ৪০০ টি নমুনা পরীক্ষা করা যাবে

ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিদিন ৪০০ টি নমুনা পরীক্ষা করা যাবে
সংগৃহীত ছবি

দেশে এখন ৩৪টি পরীক্ষাগারে করোনার নমুনা পরীক্ষা করা হচ্ছে। সবশেষ পরীক্ষাগার হিসেবে সংযুক্ত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্র।

বৃহস্পতিবার (৭ মে) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়কে ধন্যবাদ জানাতে চাই, তারা করোনার নমুনা পরীক্ষা করছে। আমরা বুধবার (৬ মে) পর্যন্ত ৩৩টি ল্যাবে পরীক্ষা করেছিলাম। এখন ৩৪টি ল্যাবে নমুনা পরীক্ষা করছি।

এর আগে, গত ৫ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন সায়েন্সেস- ভবনে করোনাভাইরাস পরীক্ষা ল্যাব স্থাপন করা হয়েছে। এই ল্যাবে দুটি পিসিআর মেশিনে প্রতিদিন প্রায় চারশ’ নমুনা পরীক্ষার সক্ষমতা আছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ক্রান্তিকালে সব সময় ইতিবাচক ভূমিকা রেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। করোনা মোকাবেলার ক্ষেত্রেও সরকারকে সহযোগিতা করতে চাই আমরা। আমাদের ল্যাবে দুটি মেশিনের মাধ্যমে প্রতিদিন প্রায় ৪০০ নমুনা পরীক্ষা করা যাবে।

এসএমএম

আরও পড়ুন