• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ৭, ২০১৯, ০৩:০০ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ৭, ২০১৯, ০৩:০০ পিএম

বিএনপিকে ২৩ সাল পর্যন্ত অপেক্ষার পরামর্শ তথ্যমন্ত্রীর

বিএনপিকে ২৩ সাল পর্যন্ত অপেক্ষার পরামর্শ তথ্যমন্ত্রীর
আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ- ছবি: জাগরণ

বিএনপি নতুন নির্বাচনের যে দাবি তুলেছেন সে প্রসঙ্গে আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন, নতুন নির্বাচন দিতে হবে। অবশ্যই নতুন নির্বাচন হবে ২০২২ সালে ডিসেম্বর মাসে অথবা ২০২৩ সালের শুরুতে। সে পর্যন্ত আপনারা অপেক্ষা করুন।

বুধবার (৭ আগস্ট) রাজধানীতে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের ৮৯ জন জন্মদিন উপলক্ষে এই সভার আয়োজন করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট।

তথ্যমন্ত্রী বলেন, ‘উন্নয়ন তাদের (বিএনপি) সহ্য হয় না। সেজন্য তাদের রাজনীতি ও কথা-বার্তা গত দশ বছরে একটি জায়গায় ঘুরপাক খাচ্ছে। সেটি হচ্ছে নির্বাচন কমিশন, তত্ত্বাবধায়ক সরকার, নতুন নির্বাচন। ’

ডেঙ্গু প্রতিরোধে বিএনপির মানুষের পাশে দাড়ায়নি দাবি করে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘দেশের মানুষ আজ ডেঙ্গুর কারণে ভীত সন্ত্রস্ত। আমাদের দল তাদের পাশে দাড়িয়েছে। সমস্ত সামাজিক সংগঠনগুলো পাশে দাড়িয়েছে। শিল্পীরা, সাংবাদিকরা জনসচেতনতা তৈরিতে কাজ করছে। আর বিএনপি নতুন নির্বাচন দাবি করছে। কোথায় মানুষের পাশে দাড়াবে সেটি না করে তারা নতুন নির্বাচন দাবি করছে।’

বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ইতিহাসের বাকে বাকে বঙ্গবন্ধুর সহধর্মিনী বেগম ফজিলাতুন্নেসা মুজিবের অবদান স্মরণ করে তিনি বলেন, ‘বঙ্গবন্ধু যখন জেলে যেতেন তখন সংসার ও দল দুটিই চালাতেন তিনি। বাংলাদেশের ইতিহাসের সাথে স্বাধীনতার আদায়ের আন্দোলন থেকে স্বাধীনতা সংগ্রাম সমস্ত ইতিহাসের সাথে বঙ্গবন্ধুর সাতে যে নামটি জড়িয়ে আছে সেটি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব।’

সংগঠনের সভাপতি সারাহ বেগম কবরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন- পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।

এএইচএস/টিএফ

আরও পড়ুন