• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: এপ্রিল ২, ২০২১, ১২:০৩ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ২, ২০২১, ১২:৩০ পিএম

মনপুরা দখিনা হওয়া সি-বিচ বন্ধ

মনপুরা দখিনা হওয়া সি-বিচ বন্ধ

করোনা সংক্রমণ বেড়ে যাওয়া স্বাস্থ্যবিধির ঝুঁকি এড়াতে ভোলার পর্যটন কেন্দ্র ‘মনপুরা দখিনা হওয়া সি-বিচ’ বন্ধ ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (২ মার্চ) সকালে উপজেলা প্রশাসন ১৫ এপ্রিল পর্যন্ত এ পর্যটন কেন্দ্রটি বন্ধ ঘোষণা করে।

মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাশীম মিঞা জানান, করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশ সরকারের দেওয়া ১৮ দফা নির্দেশনা অনুযায়ী দেশের গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্রগুলো ইতিমধ্যে বন্ধ ঘোষণা করা হয়েছে। এরই ধারাবাহিকতায় মনপুরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভোলার গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র ‘মনপুরা দখিনা হাওয়া সি-বিচ’ আগামী ১৪ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে। পাশাপাশি পর্যটন সংশ্লিষ্ট সব ধরনের সেবা বন্ধ থাকবে বলেও জানান তিনি।