• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২২, ১১:২৮ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ৮, ২০২২, ১১:২৮ পিএম

১০ ডিসেম্বর ঢাকায় গাড়ি চলাচল স্বাভাবিক থাকবে

১০ ডিসেম্বর ঢাকায় গাড়ি চলাচল স্বাভাবিক থাকবে
ছবি ● ফাইল ফটো

আগামী ১০ ডিসেম্বর ঢাকা শহর, শহরতলী ও আন্তঃজেলা রুটে গাড়ি চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে ঢাকা পরিবহন মালিক সমিতি। 

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়।

এদিন মালিক সমিতির এক সভায় সিদ্ধান্ত হয়, ১০ ডিসেম্বর ঢাকা শহর, শহরতলি ও আন্তঃজেলা রুটে বাস চলাচল স্বাভাবিক থাকবে। 

বৈঠকে সভাপতিত্ব করেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ। সভায় নগরীর বিভিন্ন বাস টার্মিনালের মালিক–শ্রমিক নেতা ও পরিবহন কোম্পানিগুলোর প্রায় ৩০০ মালিক–শ্রমিক উপস্থিত ছিলেন।

১০ ডিসেম্বর গাড়ি চলাচলে যাতে কোনও প্রকার বাধা সৃষ্টি না হয়, সে জন্য শহরের গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে বৈঠকে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে অনুরোধ জানান হয়।

এর আগে ঢাকার বাইরে বিএনপির ৯টি বিভাগীয় সমাবেশের সময় যান চলাচল বন্ধ করে দেন কুমিল্লা ও চট্টগ্রাম বাদে বাকি সব বিভাগের গণপরিবহনের মালিকরা। 

বুধবার (৭ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টনে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এতে নিহত হন এক পথচারী। আহত পুলিশসহ অনেকে।

এ অবস্থায় আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির গণসমাবেশের দিন পরিবহন চলাচল স্বাভাবিক থাকবে কিনা তা নিয়ে সাধারণ জনগণের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়। 

জাগরণ/রাজধানী/এসএসকে