• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ অক্টোবর, ২০২৪, ১৮ আশ্বিন ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৩, ১২:২৮ এএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ২৪, ২০২৩, ১২:২৮ এএম

গুলিস্তানে বাসে আগুন

গুলিস্তানে বাসে আগুন
ছবি ● সংগৃহীত

সারা দেশে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা অবরোধ কর্মসূচির আগের রাতে রাজধানীর গুলিস্তানে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার রাত সোয়া ৯টার দিকে গুলিস্তান টোল প্লাজার পাশে রজনীগন্ধ্যা পরিবহনের একটি বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস। 

ফায়ার সার্ভিস জানায়, রাত সোয়া ৯টার দিকে গুলিস্তান টোল প্লাজার পাশে রজনীগন্ধ্যা পরিবহনের একটি বাসে আগুন লাগার সংবাদ পাওয়া যায়। পরে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে রাত ৯টা ২৭ মিনিটে আগুন নির্বাপণ করে।

এ ঘটনায় প্রাথমিকভাবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

জাগরণ/রাজধানী/এসএসকে