• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ২৩, ২০১৯, ০২:৫৭ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ২৩, ২০১৯, ০২:৫৭ পিএম

সুন্দরবনে বন্দুকযুদ্ধে ২ দস্যু নিহত 

সুন্দরবনে বন্দুকযুদ্ধে ২ দস্যু নিহত 

পূর্ব সুন্দরবনে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে বাহিনী প্রধান খালেক ও সেকেন্ড ইন কমান্ড বেল্লাল নিহত হয়েছে। 

মঙ্গলবার (২৩ জুলাই) সকালে চাঁদপাই রেঞ্জের জোংড়া খালে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। 

র‌্যাব-০৮ এর উপ-অধিনায়ক মেজর সজিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেছেন, নিয়মিত টহলের অংশ হিসেবে মঙ্গলবার ভোরে র‌্যাবের অভিযানকারীরা সুন্দরবনের জোংড়া খালে ঢুকলে খালের মধ্যে পূর্ব থেকে অবস্থান নেয়া বনদস্যু খালেক বাহিনী তাদেরকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এ সময় আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে  বনদস্যুরা সুন্দরবনের গহীনে পালিয়ে যায়। পরে র‌্যাব সদস্যরা ওই এলাকায় তাল্লাশি করে ২ বনদস্যুর লাশ, আগ্নেয়াস্ত্রহসহ বিপুল সংখ্যাক গোলাবারুদ উদ্ধার করে। পরে স্থানীয়রা লাশ দুটি খালেক বাহিনীর বলে শনাক্ত করে। 

নিহত দস্যুদের লাশ খুলনার দাকোপ থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে র‌্যাব-০৮ এর উপ-অধিনায়ক মেজর সজিবুল ইসলাম। 

প্রসঙ্গত, সুন্দরবন থেকে দস্যু মুক্ত ঘোষণার পরও আইনশৃঙ্খনারক্ষাকারী বাহিনীর সঙ্গে বিভিন্ন সময় বন্দুকযুদ্ধে বেশ কয়েকজন বনদস্যু নিহত হয়েছে। মঙ্গলবারের দুইজন ছাড়াও এর আগে গত ২৯ মে ৪ জন ও  ৬ মে ৩ জন এবং ২৫ ফেব্রুয়ারি ৪ জন বনদস্যু র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়।

কেএসটি

আরও পড়ুন