• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২০, ০৯:১০ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ১৯, ২০২০, ০৯:১০ পিএম

কোভিড-১৯

বরগুনায় আরও একজন শনাক্ত

বরগুনায় আরও একজন শনাক্ত
সংগৃহীত ছবি

লকডাউন ঘোষণার পর বরগুনায় আরও একজন কোভিড রোগী শনাক্ত হয়েছে।

রোববার (১৯ এপ্রিল) বিকালে ওই রোগী পজেটিভ বলে জানান আইইডিসিআর। এই নিয়ে বরগুনায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১০ জন। এর মধ্যে মারা গেছেন ২ জন।

বরগুনার সিভিল সার্জন ডাক্তার হুমায়ূন হাসান শাহিন খান দৈনিক জাগরণকে জানান, আক্রান্ত ওই ব্যক্তি নারায়ণগঞ্জ থেকে এসেছেন। পরে তার নমুনা সংগ্রহ করে আইইডিসিআরএ পাঠালে করোনা পজেটিভ আসে।

জানা গেছে, সদর হাসপাতালের আইসোলেশনে আছেন ৫ জন। হোম আইসোলেশনে আছেন ৩ জন। ঢাকা বিভাগের বিভিন্ন জেলা থেকে আসা প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন ২৭৩ জন ও হোম কোয়ারেন্টাইনে আছেন ৩২১ জন।

গত ২৪ ঘণ্টা ৫ জনসহ মোট ৪৫৭ জন আইসোলেশন এবং কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র পেয়েছেন।

এসএমএম

আরও পড়ুন