• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২০, ০৬:৫৬ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ২৪, ২০২০, ০৬:৫৬ পিএম

কোভিড-১৯

গাইবান্ধায় আক্রান্ত আরও ২ জন, মোট আক্রান্ত ১৬

গাইবান্ধায় আক্রান্ত আরও ২ জন, মোট আক্রান্ত ১৬

গাইবান্ধায় নতুন করে আরও ২ জনের দেহে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। ওই দু’জনের একজন গোবিন্দগঞ্জ উপজেলার বাসিন্দা, অন্যজন পলাশবাড়ী উপজেলার পাবনাপুর ইউনিয়নের বরকতপুর গ্রামের বাসিন্দা।

শুক্রবার (২৪ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন এবিএম আবু হানিফ।

এ নিয়ে গাইবান্ধায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়াল ১৬ জনে।

ল্যাব কন্ট্রোল রুমে কর্তব্যরত ডা. শরীফ দৈনিক জাগরণকে বলেন, শুক্রবার (২৪ এপ্রিল) ২১টি ফলাফল এসেছে। এর মধ্যে ২ জনের দেহে কোভিডের উপস্থিতি পাওয়া গেছে। 

তিনি আরও জানান, গাইবান্ধা থেকে মোট ৩২১ জনের নমুনা সংগ্রহ করে রংপুর ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়। এ পর্যন্ত ফলাফল এসেছে ২৩৪ জনের। বাকি ৫৬ জনের ফলাফল এখনও পাওয়া যায়নি। কিছু ত্রুটির কারণে রিপোর্টগুলো আটকে আছে। শিগগিরই তা পাওয়া যাবে বলে তিনি জানান।

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় এই প্রথম কোনও রোগী শনাক্ত হলেন।

শুক্রবার (২৪ এপ্রিল) পর্যন্ত জেলায় মোট হোম কোয়ারেন্টিনে আছেন ২ হাজার ৯০ জন।

করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য জেলার ৭টি সরকারি হাসপাতালের ৪৮১টি বেডের মধ্যে ৩৫টি প্রস্তুত রাখা হয়েছে। জেলায় ডাক্তার আছেন ১২৬ জন এবং নার্স ১৯০ জন।

বেসরকারি ১৮টি ক্লিনিকের ১৯০টি বেডের মধ্যে প্রস্তুত করা হয়েছে ১৯টি এবং ডাক্তার রয়েছেন ১৯ জন ও নার্স ১৯ জন।

করোনায় শনাক্তদের বহনের জন্য জেলায় প্রস্তুত রয়েছে দু’টি অ্যাম্বুলেন্স ও দু’টি মাইক্রোবাস। প্রস্তুত রয়েছে ১০০ শয্যার একটি আইসোলেশন কেন্দ্র।

এসএমএম

আরও পড়ুন