• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ১০, ২০২০, ০৪:৪১ পিএম
সর্বশেষ আপডেট : মে ১০, ২০২০, ০৪:৪১ পিএম

লক্ষ্মীপুরে সুপারি বাগান থেকে নবজাতক উদ্ধার

লক্ষ্মীপুরে সুপারি বাগান থেকে নবজাতক উদ্ধার

লক্ষ্মীপুরের রায়পুরে একটি সুপারির বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। পরে তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়।

রোববার (১০ মে) ভোরে উপজেলার চরমোহনা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সোলতানিয়া স্কুলের পণ্ডিত বাড়ির বাগানে এই ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান জানান, রোববার ভোর ৬ টার দিকে পণ্ডিত বাড়ির একটি বাগানে নবজাতকের কান্নার আওয়াজ পাওয়া যায়। পরে স্থানীয় ভ্যানচালক তাহেরের স্ত্রী ফাতেমা নামের এক গৃহবধূকে খবর দেন ও নবজাতককে উদ্ধার করে পুলিশে খবর দেয়। পুলিশ নবজাতক ও ফাতেমাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বর্তমানে সে ফাতেমার তত্ত্বাবধানে রয়েছে।

উদ্ধারকারী ফাতেমা বেগম বলেন, তিনি যখন বাগানে নবজাতকটি উদ্ধার করেন তখন তাকে উল্টো করে ফেলে রাখা হয়েছিল। এছাড়া নবজাতকের শরীরে রশি প্যাঁচানো ছিল। নবজাত শিশুটি ছেলে সন্তান। সে দুই একদিন জন্ম গ্রহণ করেছে। পরে তিনি পুলিশের সহযোগিতায় নবজাতককে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বর্তমানে সে আমার তত্ত্বাবধানে সুস্থ রয়েছে।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোতা মিয়া জানান, নবজাতকের জন্য প্রয়োজনীয় কাপড়চোপড়, খাদ্য, ওষুধপত্র কিনে দিয়েছি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সম্ভবত তাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল। তবে আল্লাহর অশেষ কৃপায় সে বেঁচে আছে।

এসএমএম

আরও পড়ুন