
তাপমাত্রার চলমান ঊর্ধ্বগতিতে নাকাল মানুষ। চলতি মৌসুমের সর্বোচ্চ রেকর্ড তাপমাত্রা ছিল মঙ্গলবার (২৩ মার্চ) চট্টগ্রামের সীতাকুণ্ডে। সেখানে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস ।
মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত আবহাওয়া অধিদপ্তরের রেকর্ড অনুযায়ী, দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বেশির ভাগ অঞ্চলেই তাপমাত্রা ৩৬ ডিগ্রিরও বেশি। তবে দেশের ১৩টি অঞ্চলে তাপমাত্রা এখনো স্বাভাবিক রয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া নিয়ে বলা হয়েছে, অস্থায়ীভাবে মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা ও বরিশাল বিভাগসহ রাজশাহী ও পাবনা অঞ্চলের উপর মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাবে এবং তা অব্যাহত থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
আগামী ৪৮ ঘণ্টায় সামান্য পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।