• ঢাকা
  • সোমবার, ১৯ মে, ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২
প্রকাশিত: মার্চ ২৯, ২০২১, ০১:৫৩ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ২৯, ২০২১, ০১:৫৩ পিএম

বৃষ্টি ও ঝড়ো হাওয়ার সম্ভাবনা

বৃষ্টি ও ঝড়ো হাওয়ার সম্ভাবনা

রাজধানী ঢাকাসহ দেশের বেশ কয়েকটি অঞ্চলে সোমবার বৃষ্টিসহ ঝড়ো হাওয়া অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কিছুটাও হলেও তাপমাত্রা কমতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, সোমবার সকালের পর থেকে সন্ধ্যা পর্যন্ত এ পূর্বাভাস প্রযোজ্য। সন্ধ্যার পর পরিবর্তন হতে পারে। এ সময়ে বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়ার সম্ভাবনা থাকবে। বৃষ্টি বা ঝড়ো হাওয়ার গতি-পরিধি বাড়তে পারে। এর বাইরে কিছু কিছু এলাকায় দাবদাহ বয়ে যেতে পারে। 

আবহাওয়া অধিদপ্তর আরো জানায়, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। তবে রাতের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ঢাকায় ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। রংপুর, ঢাকা, ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া ঢাকা, ফরিদপুর, রাজশাহীসহ একাধিক এলাকায় দাবদাহ বয়ে যাচ্ছে।