• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ২০, ২০২১, ০৩:১৯ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ২০, ২০২১, ০৩:২৩ পিএম

তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়াতে পারে

তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়াতে পারে

মঙ্গলবার (২০ এপ্রিল) তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন। 

আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার (১৯ এপ্রিল) দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে, ৪০ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদদের ভাষায় ৪০ ডিগ্রির ওপরে গেলে সে অবস্থাকে তীব্র প্রবাহ বলা হয়। চলতি মাসে ৪০ ডিগ্রি ছাড়িয়ে যাওয়ার আভাস আগেই দিয়েছে সংস্থাটি।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, “২০১৯ সালে রাজশাহীতে সর্বোচ্চ ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। সোমবার (১৯ এপ্রিল) যশোরে ৪০ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।”

এদিকে দেশে গত ২৪ ঘণ্টায় বগুড়ায় ৩৭ দশমিক ২, টাঙ্গাইলে ৩৮ দশমিক ১, ফরিদপুরে ৩৮ দশমিক ২, গোপালগঞ্জে ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।