• ঢাকা
  • সোমবার, ১৯ মে, ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২
প্রকাশিত: মে ২১, ২০২১, ০৯:২৩ এএম
সর্বশেষ আপডেট : মে ২১, ২০২১, ১১:১৭ এএম

ঘনিয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘ইয়াস’

ঘনিয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘ইয়াস’

আগামী দুই দিনে পশ্চিমা লঘুচাপের প্রভাবে সারা দেশে শক্তিশালী ঘূর্ণিঝড়সহ বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশ্ব আবহাওয়া সংস্থার সাইক্লোনসংক্রান্ত আঞ্চলিক সংস্থা এসকাপ জানায়, এই ঘূর্ণিঝড়রের নাম হবে ‘ইয়াস’।

বৃহস্পতিবার ( ২০মে) পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, আগামী দুই দিন উত্তর আন্দামান সাগরে লঘুচাপের সৃষ্টি হতে পারে, যা প্রথমে নিম্নচাপ হবে,  পরে শক্তিশালী ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। এর ফলে আগামী ৫ দিন আবহাওয়ায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পেতে পারে। আগামী সপ্তাহে ভারতের ওড়িশা-পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলে ঘূর্ণিঝড়টি পৌঁছাতে পারে।

২৬ মের দিকে ওড়িশা, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের খুলনা উপকূলে কাছাকাছি বা উপকূলে আঘাত করার শঙ্কা রয়েছে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর।

এছাড়া শুক্রবার (২১ মে) ময়মনসিংহ ও সিলেট বিভাগে এবং কুমিল্লা ও কুষ্টিয়া অঞ্চলসহ ঢাকা, রংপুর ও রাজশাহী বিভাগের কয়েকটি স্থানে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এদিকে সীতাকুণ্ড, চাঁদপুর, নোয়াখালী, ফেনী জেলাসহ ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তা অব্যাহত থাকতে পারে।