• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ১৬, ২০১৯, ০৪:০৫ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ১৬, ২০১৯, ০৪:১৪ পিএম

ডিসি সম্মেলন

‘সারা দেশের আদালতে নিরাপত্তা জোরদারের নির্দেশ’

‘সারা দেশের আদালতে নিরাপত্তা জোরদারের নির্দেশ’
সচিবালয়ে সাংবাদ সম্মেলনে আইন মন্ত্রী আনিসুল হক -ছবি : জাগরণ

কুমিল্লার আদালতে সহিংস ঘটনার পর সারা দেশের আদালতে নিরাপত্তা জোরদারের নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। 

মঙ্গলবার (১৬ জুলাই) বিকালে ডিসি সম্মেলনের তৃতীয় দিনের ষষ্ঠ কার্য অধিবেশন শেষে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ নির্দেশনার কথা জানান। 

আইন মন্ত্রী বলেন, কুমিল্লার আদালতে হত্যার ঘটনার পর আমার জেলা এসপির সঙ্গে আদালতের নিরাপত্তার বিষয়টি নিয়ে কথা হয়েছে। ৬৪ জেলার আদালতে নিরাপত্তা জোরদার করতে নির্দেশ দেয়া হয়েছে। তিনি বলেন, কুমিল্লা আদালতের নিরাপত্তার বিষয়টি তদন্ত করা হবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, সারাদেশে মামলার জট কমাতে ৫ থেকে ৭ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেয়ার প্রক্রিয়া চলছে, তারা সারা দেশের মামলার জট কমাতে দায়িত্ব পালন করবেন।

ডিসিদের ম্যাজিট্রেসি পাওয়ার চাওয়ার বিষয়ে অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ম্যাজিট্রেসি পাওয়ার দিতে হলে শুধু আইন নয়,সংবিধান সংশোধনের প্রয়োজন হবে। 

এমএএম/একেএস/বিএস 

আরও পড়ুন