• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২১, ০৩:০৩ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ৪, ২০২১, ০৩:০৩ পিএম

সম্পর্কের ‘ইতি’ কীভাবে বুঝবেন?

সম্পর্কের ‘ইতি’ কীভাবে বুঝবেন?

সম্পর্কের সময়টা সবসময়ই মধুর হয় না। কিছু কিছু মূহুর্তে তিক্ততাও ভেসে উঠে। হয়তবা মুখে বলছে না, কিন্তু প্রিয়জনের আচরনে ভেসে উঠছে উদাসীনতা। বিশ্বাস-ভালবাসা না থাকলে সম্পর্কের বাঁধনটাই নড়বরে হয়ে যায়। কীভাবে বুঝবো, প্রিয়জন যখন দূরে যাচ্ছে? কিছু আচরনেই বুঝে যাবেন, প্রিয়জন এখন সম্পর্কের ইতি টানটে চান। একটুতেই সঙ্গীর উপর চেঁচানো, ভুল বোঝাবুঝি, বিরক্ত হওয়া এবং কথায় কথায় ঝগড়া শুরু হওয়া এই সবই ভালোবাসার অনুভূতিকে কমিয়ে দেয়ার জন্য যথেষ্ট। প্রিয়জনের আচরনে আপনি সহজেই বুঝতে পারবেন, আপনার সঙ্গী আর আপনার সঙ্গে থাকতে চাইছে না।

  • যখন দেখবেন আপনার সঙ্গী অনুভূতি প্রকাশে আগের চেয়ে উদাসীন হয়ে গেছেন তখনই বুঝে নিন কোথাও ঝামেলা হচ্ছে।
  • সঙ্গীরা একে অপরের প্রতি যত্নশীল হোন। যেমন- আপনি অসুস্থ হলে বা কোথাও আঘাত লাগলে যত্ন একটু বেশিই বেড়ে যায়, ঘুমের সময়টা বিরক্ত না করা, ঘরের কাজে সাহায্য করা থেকে শুরু করে প্রতিদিনের ছোট ছোট কাজগুলোতে একে অন্যের সঙ্গে মিশে থাকে। কিন্তু যদি আপনার সঙ্গীর মধ্যে এমন কোনও অনুভূতি না দেখা যায়, তবে তা নেতিবাচক ইঙ্গিত দিতে পারে।
  • আগের মতো আপনার সঙ্গে সময় কাটান না, নিজেদের জন্য কোনও প্ল্যান করেছেন আপনার সঙ্গী তা এড়ানোর অজুহাত দিচ্ছে, এটাও নেতিবাচক ইঙ্গিত।
  •  আপনি আপনার সঙ্গীর আশেপাশে থাকলে সে বিরক্ত বোধ করছে, কখনো কোন কথা না বলেই সরে যাচ্ছে, কোনও কথার জবাব দিচ্ছে না কিংবা কোনও কিছুতে আগ্রহ প্রকাশ করছে না, বুঝে নিন সে এখন আপনার সঙ্গ উপভোগ করছেন না।
  • আপনার সঙ্গী প্রায়শই এখন আপনাকে এড়িয়ে চলে। আপনার সঙ্গে না থাকতে চাওয়ার সবচেয়ে বড় লক্ষণ এটি। হয়তো খেয়াল করবেন, আপনার সঙ্গী প্রায়শই দূরে যাওয়ার চেষ্টা করছে। যেকোনও কারণ দেখিয়ে আপনাকে এড়িয়ে যাচ্ছে, আপনার মেসেজের রিপ্লাইও দিচ্ছে না, খোজখবরও নিচ্ছে না, তখনই বুঝবেন সম্পর্কের নেতিবাচক ইঙ্গিত দিচ্ছে।
  • নানা অজুহাত দেখিয়ে আপনার সমস্ত পরিকল্পনা বাতিল করে দিচ্ছে, আপনার অনুভূতিগুলো কদর করছে না, এই লক্ষণগুলো দেখলে বুঝবেন আপনাদের সম্পর্কে দূরত্ব বাড়ছে।
  • কোনও কারণ ছাড়াই ঝামেলা হচ্ছে? সম্পর্কের ক্ষেত্রে হতেই পারে। কিন্তু আপনার সঙ্গী যদি কথায় কথায় আপনার সঙ্গে ঝামেলা করে, আপনার সঙ্গে বাজে ব্যবহার করে তবে বুঝবেন সে আর আপনার সঙ্গে থাকতে চায় না।
  • আপনি নিজেকে অবহেলিত বোধ করছেন? সঙ্গীর কাছেই আছেন তবুও নিজেকে বঞ্চিত ও উপেক্ষিত বোধ করছেন। এমন অবস্থায় ধরে নিবেন আপনার ভালোবাসার জায়গাটা কমে এসেছে। যা আপনার সঙ্গী ও আপনাকে দূরে সরিয়ে দিচ্ছে।
  • আপনার সঙ্গী তার ফোন নিয়ে ব্যস্ত থাকছেন কিংবা আপনি যা বলছেন সে কথায় কান দিচ্ছে না, আপনার সঙ্গে খুব বেশি কথা বলতে চাইছে না এমন লক্ষণগুলোও নেতিবাচক ইঙ্গিত দেখায়।