• ঢাকা
  • শুক্রবার, ০৬ ডিসেম্বর, ২০২৪, ২২ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৪, ১২:০৬ এএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ২৪, ২০২৪, ১২:০৬ এএম

বিশ্ব ইজতেমা

তুরাগ পাড়ে চলছে জোর প্রস্তুতি

তুরাগ পাড়ে চলছে জোর প্রস্তুতি
ছবি ● সংগৃহীত

বিশ্ব ইজতেমা সামনে রেখে তুরাগ পাড়ে চলছে জোর প্রস্তুতি।

স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ময়দানে সামিয়ানা টানানো, মঞ্চ নির্মাণের কাজ করছেন তাবলীগ জামাতের সদস্যরা।

আগামী ২ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া প্রথম ধাপের ইজতেমায় অংশ নেবেন মাওলানা জুবায়েরপন্থী মুসল্লিরা। 

দ্বিতীয় ধাপে অংশ নেবেন মাওলানা সা'দের অনুসারীরা। 

ইজতেমা মাঠের প্রস্তুতিতে হাত লাগাতে মানুষজন এসেছেন নারায়ণগঞ্জ থেকে। একেকজন একেক পেশার। সবার মিল এক জায়গাতেই। সবাই তাবলীগ জামাতের অনুসারী। 

খুন্তি, শাবল হাতে ইজতেমা মাঠে বিদেশি মেহমানদের থাকার অস্থায়ী শেড তৈরি করছিলো একটি দল। তারা জানালেন, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্যই তাদের এই পরিশ্রম।
 
এভাবেই স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে চলছে চূড়ান্ত প্রস্তুতি। হাতে সময় কম। দোসরা ফেব্রুয়ারি শুক্রবার শুরু হবে তিনদিনব্যাপী প্রথম পর্বের ইজতেমা। যাতে অংশ নেবেন মাওলানা জুবায়েরপন্থী মুসল্লিরা।

তুরাগ পাড়ের বিরাট ময়দান ধীরে ধীরে চটের সামিয়ানাতে ঢেকে দেয়া হচ্ছে। বিভিন্ন জেলা থেকে আসা মুসল্লিদের জন্য পুরো ময়দান আলাদা আলাদা ভাগে ভাগ করা হচ্ছে। চলছে বিদ্যুৎ ও মাইকের লাইন টানা, ওযু-গোসলের জায়গা প্রস্তুত করার কাজ। বয়ান মঞ্চ নির্মাণও প্রায় শেষ।

মুসল্লিদের আসা-যাওয়ার সুবিধার্থে তুরাগের উপর ভাসমান সেতু তৈরির কাজ শুরু করেছে সেনাবাহিনী। সবমিলিয়ে নির্ধারিত সময়েই পুরো ময়দান প্রস্তুত হবে বলে জানিয়েছেন তাবলীগ জামাতের মুরব্বিরা। 

জাগরণ/ধর্ম/বিশ্বইজতেমা/এসএসকে