• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ২৮, ২০২১, ০১:১৫ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ২৮, ২০২১, ০১:২৩ পিএম

হোলির রঙে রাঙানো চুলের যত্ন

হোলির রঙে রাঙানো চুলের যত্ন

২৮ মার্চ রোববার, হিন্দু সম্প্রদায়ের বৈষ্ণব উৎসব দোলযাত্রা। হোলি উৎসবের সঙ্গে দোলযাত্রার উৎসবটি সম্পর্কযুক্ত। এর অপর নাম বসন্তোৎসব। ফাল্গ‌ুন মাসের পূর্ণিমা তিথিতে অনুষ্ঠিত হয় এই দোলযাত্রা।

বাঙালিরা দোলযাত্রার পরদিনই হোলি খেলায় মেতে উঠেন। একই উত্‍সব, একই রীতি রেওয়াজ, তবে ভিন্ন ভিন্ন দিনে। এই উৎসবে মেতে উঠেন তরুণ, তরুণীরাসহ সব বয়সীরাই। হোলির রঙে রাঙিয়ে নেচে গেয়ে পার করেন এই উৎসবটি।

হোলি খেলায় সারা গায়ে রং ছড়িয়ে দেয় একে অন্যকে। চুলেও লেগে যায় এই রঙ। যা তুলতে গিয়ে বেশ ধকল পোহাতেও হয়। চুল রুক্ষ হয়ে যাওয়ার পাশাপাশি ঝড়তেও থাকে। কিন্তু উৎসব তো চলবেই, রঙ খেলাও চলবে। তাই চুলে বাড়তি যত্ন নিয়ে নেমে পড়ুন হোলি খেলায়।

  • চুলে তেল দিন। নারকেল তেল ও রসুন দিয়ে চুলের ত্বকে মালিশ করুন। ঘণ্টা ক্ষানেক পর চুলে শ্যাম্পু করে নিন। দেখবেন রঙ উঠে গেছে। কমে গেছে চুলের শুষ্কতাও।
  • চুল বেধে একটি কাপড় দিয়ে ঢেকে নিতে পারেন। জামার সঙ্গে মানানসই  নিতে পারেন। আবার ওড়না দিয়েও ঢেকে নিতে পারেন।  এতে চুলে কম রঙ লাগবে। ক্ষতি হওয়ার সম্ভাবনাও কমে যাবে।
  • হোলি খেলার পরে চুল থেকে শুকনো রঙ তুলতে চুলে ভালো করে চিরুনি দিয়ে ব্রাশ করুন। এতে মাথায় জমা রঙ অনেকটাই বেরিয়ে যাবে।
  • চুলে রং লাগার সঙ্গে সঙ্গেই পানি দিয়ে ধুয়ে ফেলুন। শ্যাম্পু নয়, প্রথমেই খালি পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। পানি দিয়ে ভালো করে রঙ তোলার পরই শ্যাম্পু করবেন এবং কন্ডিশনার লাগাবেন।
  • হেয়ার মাস্ক ব্যবহার করুন। দোল খেলতে যাওয়ার আগে চুলে মাস্ক লাগিয়ে নিন। কোনও পছন্দসই ব্র্যান্ডের হেয়ার মাস্ক লাগাতে পারেন। নয়তো ঘরোয়া হেয়ার মাস্কও ব্যবহার করতে পারেন।
  • তেল, কারি পাতা ও জবা ফুল দিয়ে হেয়ার মাস্ক তৈরি করুন। একটি পাত্রে অল্প আঁচে সবগুলো উপকরণ জ্বাল দিন। নাড়াতে থাকুন। কিছুক্ষণ পর গরম হয়ে গেলে তেল ছেঁকে আলাদা করে রাখুন। তেল যখন হালকা গরম হবে, তখন চুলের গোড়াসহ পুরো চুলে ভালোভাবে লাগিয়ে নিন। এরপর চুলে ম্যাসাজ করুন।
  • হেয়ার মাস্ক বা ঘরে বানানো তেল চুলে দিয়ে একটি গরম তোয়ালে দিয়ে পেঁচিয়ে রাখুন। ১৫ মিনিট অপেক্ষা করে চুল ভালো করে ধুয়ে নিন। 
  • মধু আর অলিভ অয়েল একসঙ্গে মিশিয়ে হালকা গরম করে নিতে পারেন। এই মিশ্রণটি আপনার ভেজা চুলে লাগান। এরপর মোটা দাঁতের চিরুনি দিয়ে চুল আঁচড়ে নিন। এরপর মাথায় একটা শাওয়ার ক্যাপ পরে নিন। এভাবে আপনার চুলে মাস্কটি লাগিয়ে ২০ থেকে ৩০ মিনিট রেখে চুল ধুয়ে নিন।
  • হোলি খেলার পরে বেসন এবং দই মিশিয়ে হেয়ার প্যাকও লাগাতে পারেন। এই প্যাকটি চুলে অন্তত ৩০ মিনিট লাগিয়ে রাখুন। তারপর শ্যাম্পু করে নিন। এটি হোলির রঙ থেকে মাথার ত্বক এবং চুল রক্ষা করতে সহায়তা করে।
  • হেয়ার প্যাকের পরে পরিষ্কার জল দিয়ে মাথা ধুয়ে ফেলুন। এবার চুলে ডিমের কুসুম ফেটিয়ে লাগান। এতে দুই ফোঁটা ভিনেগার বা লেবুর রস মিশিয়েও লাগাতে পারেন। ডিমের কুসুমে বায়োটিন এবং বি১২ রয়েছে, এবং এগুলি চুলের জন্য সবচেয়ে প্রয়োজনীয় পুষ্টিকর উপাদান।