• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ২৮, ২০২১, ০৩:৫২ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ২৮, ২০২১, ১১:৫০ পিএম

হোলি খেলায় খেয়াল রাখুন

হোলি খেলায় খেয়াল রাখুন

হোলিতে রঙ খেলুন, তবে কিছুদিকে অবশ্যই খেয়াল রাখবেন। হোলিতে নানা রঙের দোলায় রঙিন হয়ে উঠে চারপাশ। বিভিন্ন রঙের মেলা বসে এই উৎসবে। তবে হোলি বা দোল পূর্ণিমায় রঙ নিয়ে খেলা যতটা আনন্দের, ততটাই ঝামেলার। ত্বকের রঙ তোলা নিয়ে পড়তে হয় বিপাকে। অনেকের তো রঙের কারণে ত্বকে চুলকানি, ব়্যাশ, লালচে ভাবও দেখা দেয়। কেমিকেল দিয়ে তৈরি এসব রঙ থেকে বাঁচতে চাই বাড়তি ত্বকের যত্ন। আপনাদের কয়েকটি টিপস জানাবো, যা রঙ থেকে নিজের ত্বক সুরক্ষিত রাখতে পারবেন।

  • শরীরে তেল মালিশ করে নিন। হোলিতে রঙ খেলার আগে পুরো শরীরে সরষে তেল মালিশ করুন। একটু বেশি তেল নেবেন। এরপর সারা শরীরে ভালোভাবে মালিশ করুন। তেল যেন ত্বকে অনেকক্ষণ পর্যন্ত থাকতে পারে।
  • হোলি খেলার আগে দিন চোখে চশমা পরে নিন। তাহলে আপনার চোখকে নোংরা পানি এবং রঙ থেকে রক্ষা করতে পারবেন।
  • পেট্রোলিয়াম জেলি লাগিয়ে নিন। ঠোঁটে শুধু লিপস্টিক নয়, হোলি খেলার আগে আপনার ভ্যাসলিন বা পেট্রোলিয়াম জেলি লাগিয়ে নিন। এটি ঠোঁটকে রঙের থেকে রক্ষা করবে এবং ঠোঁট ফাটবে না।
  • মুখে কোনও ধরনের তেল বা তৈলাক্ত ক্রিম ব্যবহার করবেন না। প্রথমে মুখ এবং গলায় ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। এরপর পেট্রোলিয়াম জেলি লাগাবেন। তাহলে আপনার ত্বকে রঙের ক্ষতিকারণ উপাদান থেকে সম্পূর্ণ সুরক্ষিত থাকবে।
  • হোলিতে রঙ খেলায় হাত ও পায়ের নখেরও অবস্থা খারাপ হয়ে যায়। নখগুলো দেখতে বেশ নোংরা লাগে। তাই এর থেকে বাঁচতে হোলির দিন রঙ খেলার আগে আপনার নখে নেল পেইন্ট অবশ্যই লাগিয়ে নিন।
  • নখের চারপাশের ত্বকে ভালোভাবে ভ্যাসলিন লাগান। এতে সহজেই রঙ উঠে যাবে এবং ত্বকেরও ক্ষতি হবে না।
  • হোলি খেলার আগে অ্যালোভেরা জেলও ব্যবহার করতে পারেন। এটি হাত ও পায়ের নখের উপর লাগান এবং ভালোভাবে ম্যাসাজ করুন।