• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ২০, ২০২১, ০৭:০৬ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ২০, ২০২১, ০৭:০৬ পিএম

গরমে ফ্যাশন ঠিক রাখুন

গরমে ফ্যাশন ঠিক রাখুন

দেশের তাপমাত্রা বেড়ে এখন ৪০ ডিগ্রির উপরে। এরই মধ্যে রমজানও শুরু। গরমে তাই আরামদায়ক পোশাকই চাই। ওয়ারড্রোবে আরামদায়ক পোশাকগুলো রেখেছেন তো? ঘরে কিংবা বাইরে পোশাকে এখন আরামটাকেই মাথায় রাখতে হবে। কারণ এই সময় প্রচণ্ড ঘাম হয়, সেই সঙ্গে ত্বকের বিভিন্ন অসুখ তো রয়েছেই। তাই এখনই ওয়ারড্রোব সাজিয়ে রাখুন আরামাদায়ক কাপড়গুলো দিয়ে।

রাতের তাপমাত্রা হালকা থাকলেও দিনের সময়টাতে টগবগ করে বাড়ছে রোদের তেজ। অসহ্য গরমেও নিজেকে ফ্যাশন জগতের ট্রেন্ডিংয়ে রাখুন। শুধু পোশাক নির্বাচন নয়, নজর রাখুন রং ও ধরনের দিকেও।

  • বেলবটম বা ডিভাইডার সেলোয়ার বা প্যান্ট পরা যেতে পারে। সঙ্গে হালকা টপস। অফিস বা অনুষ্ঠান এই পোশাক পরতে পারেন। সঙ্গে যেকোনো ধরনের ক্রপ টপ বা ট্যাঙ্ক টপ চলতে পারে। সঙ্গে পরবেন মানানসই স্নিকারস।
  • গরমে ফ্লোরাল প্রিন্টেড পোশাক পরতে অনেকেই পছন্দ করেন। পোশাকগুলো হতে পারে হালকা হলুদ, কমলা, সবুজ, লাল, গোলাপি রঙের। হালকা রঙের যেকোনো ছোট- বড় প্রিন্টের পোশাক হতে পারে। যা গরমেও ফ্যাশনেবল হবে।
  • গরমের পোশাক বাছাই করতে ফেব্রিকের ওপর নজর দিন। বিশেষ করে সুতির পোশাক তো সব  সময়ই জনপ্রিয়। তাই সুতি কাপড়ের পোশাককেই নতুন স্টাইলে সাজিয়ে নিন। বর্তমানে বিভিন্ন কোয়ালিটির সুতি কাপড় পাওয়া যায়। ভালো মানের সুতি কাপড় দিয়ে আপনি নিজেরই পছন্দমতো পোশাক তৈরি করে নিতে পারেন।
  • যেকোনও ধরনের প্যাস্টেল শেডস যেমন নীল, সবুজ, গোলাপি রংকে বেছে নিতে পারেন। নিজের ফ্যাশন স্টেটমেন্টের জন্য হালকা জুতা বা সেন্ডেল পরুন। যা সহজেই ক্যারি করা যায়। সেই সঙ্গে মানানসই হালকা গয়না।
  • ঢিলেঢালা পোশাক নির্বাচন করুন। টাইট ফিটিংসের পোশাক এড়িয়ে চলুন। হালকা রঙের পোশাক রোদের তাপ থেকে রক্ষা করে শরীরকে।
  • ফ্লোরাল স্কার্ট পরতে পারেন। গরমে বেশ আরাম দেবে। যেকোনো ধরনের টপের সঙ্গে স্কার্ট পরতে পারেন। অফিস বা পারিবারিক অনুষ্ঠানে স্বাচ্ছন্দ্য আর ফ্যাশন দুটোই ধরে রাখবে।
  • রোদে বের হওয়ার জন্য় ফুলহাতা পোশাক বেছে নিন। এছাড়া টুপি ব্যবহার করতে পারেন। মাথায় রোদ লাগা থেকে রেহাই দেবে।
  • গরমে বাইরে যেতে অবশ্যই সানগ্লাস পরুন। বিভিন্ন ব্যান্ডের বিভিন্ন সাইজের সানগ্লাস পাওয়া যায়। পোশাক বুঝে সানগ্লাস নির্বাচন করুন। তবে অতিরিক্ত গরমে হালকা ফ্রেমের সানগ্লাস ব্যবহার বুদ্ধিমানের হবে।
  • ঘুমের সময় হালকা পোশাক পরুন। যেন আরামে ঘুম হয়।