• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: মে ৫, ২০২১, ০২:০১ পিএম
সর্বশেষ আপডেট : মে ৫, ২০২১, ০২:০১ পিএম

অনলাইন শপিংয়ে টাকা বাঁচাবেন কীভাবে?

অনলাইন শপিংয়ে টাকা বাঁচাবেন কীভাবে?

ঈদ শপিংয়ে ধুম পড়েছে। অনেকে শপিংমলে যাচ্ছেন, আবার অনেকে ঘরে বসেই কেনাকাটার পার্ট চুকিয়ে নিচ্ছেন। অনলাইনে এখন প্রতিটি জিনিসই পাওয়া যাচ্ছে। বড়দের ও ছোটদের জামা-কাপড়সহ ঘরের খুটিনাটিও আপনি অনলাইন থেকে কিনে নিতে পারেন। কিন্তু অনলাইনে দামাদামি করার সুযোগ নেই। তাই টাকা বাঁচানো যাচ্ছে না বলে অনেকেই হতাশ হয়ে মার্কেটে ছুটে যান। কিন্তু একটু স্মার্ট ক্রেতা হলেই অনলাইন কেনাকাটায় টাকা বাঁচাতে বা বাজেটের মধ্যেই কিনতে পারবেন আপনার পছন্দের জিনিসগুলো। এরজন্য কয়েকটি বিষয় মনে রাখতে হবে।

  • প্রথমে ঠিক করুন, আপনি কোন কোন জিনিস কিনবেন। সেই জিনিসগুলোর দাম বিভিন্ন শপিং সাইট থেকে যাচাই করুন। কোন সাইটে কত দামে পাচ্ছেন তা যাচাই করুন। এভাবে একটি ধারণা নিতে পারেন।
  • #Online লিখে সার্চ দিন। সহজেই নিজের বাজেটের জিনিসের খোঁজ পেয়ে যান।
  • ক্রেতাদের আকৃষ্ট করতে বিভিন্ন প্রডাক্টের অনলাইন পেইজে এখন ডিসকাউন্ট দেয়। সারাক্ষণই কোনও না কোনও ডিসকাউন্ট কিংবা স্পেশাল অফার চলতেই থাকে। ডিসকাউন্টের সময় আপনার পছন্দের প্রডাক্টটি কিনে নিন।
  • বিভিন্ন ব্যাংকের সঙ্গে পার্টনারশিপের কারণে বিশেষ ছাড় পাওয়া যায়। সেগুলোও কাজে লাগাতে পারেন। ৫% থেকে ২৫% পর্যন্ত ছাড়ের অফার থাকে। সেই অফারেও কিনে নিতে পারেন। 
  • ক্যাশ অন ডেলিভারি অপশনের দিকে নজর রাখুন। প্রডাক্ট অর্ডারের পর নিশ্চিত হয়ে পেমেন্ট করুন। না হলে এমনও হতে পারে, আপনি পছন্দের জিনিস বেছে অর্ডার দিচ্ছেন, সঙ্গে কার্ড দিয়ে পেমেন্টও করেছেন। কিন্তু ডেলিভারিই হলো না।
  • কোনও কিছু কেনার আগে অবশ্যই রিভিউ দেখে নিন। প্রোডাক্টটি আগে যারা কিনেছিলেন, তাদের রিভিউ জেনে নিন।