অনেকেই আছেন যাদের সকাল শুরু হয় পত্রিকা হাতে নিয়ে। চায়ের কাপে চুমুক আর পত্রিকার সংবাদে চোখ বুলানো তাদের নিয়মিত অভ্যাস। তবে চারপাশে করোনা সংক্রমণ বেড়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে ঘরে খবরের কাগজ রাখাও কমিয়ে দিয়েছেন অনেকে। কিন্তু খবরের কাগজ পড়ার অভ্যাসটা তো যায়নি। তাই খবরের কাগজ জীবাণুমুক্ত করে নিতে পারেন।
খবরের কাগজ, টাকা কিংবা বই কীভাবে জীবাণুমুক্ত করবেন, এই বিষয়ে ধারনা দিয়েছেন বিশেষজ্ঞরা।