• ঢাকা
  • বুধবার, ০৪ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: মে ৯, ২০২১, ১২:২২ পিএম
সর্বশেষ আপডেট : মে ৯, ২০২১, ১২:৩০ পিএম

মায়ের জন্য উপহার

মায়ের জন্য উপহার

“মা হল পৃথিবীর একমাত্র ব্যাংক, যেখানে আমরা আমাদের সব দুঃখ, কষ্ট জমা রাখি এবং বিনিময়ে নেই বিনাসূদে অকৃত্রিম ভালোবাসা।” – হুমায়ূন আহমেদ

এই অকৃত্রিম ভালোবাসার আশ্রয়স্থল মাকে প্রতিদিন 'ভালোবাসি' বলা না গেলেও বিশেষ দিনে বলা যেতেই পারে। যদিও মাকে আনন্দ দিতে বা খুশি করতে তার সঙ্গে একান্তে কিছুক্ষণ সময় দিলেই হয়। তবুও বিশেষ দিনে মাকে  ভালোবাসা প্রকাশের মাধ্যম হিসেবে উপহারের আয়োজন করে বর্তমান প্রজন্মের সন্তানেরা। 

বিভিন্ন দেশে বিভিন্ন তারিখে পালন করা হলেও এই উপমহাদেশসহ বেশ কয়েকটি দেশে মে মাসের দ্বিতীয় রোববার মা দিবস পালন হয়। এই হিসেবে বাংলাদেশে এই বছর ৯ মে ‘মা দিবস’।

কী ভাবছেন, এই মা দিবসে মাকে কি উপহার দিবেন? ঠিক কোন জিনিসটি পেলে মা খুশি হবেন? আপনি জানেন মাকে আপনি যা দিবেন তাতেই মা খুশি হবেন। আবেগে আপ্লুত হবেন। মা’র কাছে তো সবচেয়ে বড় উপহার তার সন্তান। তারপরও বিশেষ দিনটিকে বিশেষ করাতো চাই। মা’র জন্য উপহার বাছাইয়ের কিছু পরামর্শ জানাব আজকের আয়োজনে।

  • ছোটবেলা থেকে মা’কে দেখছেন। মা ঠিক কোন জিনিসটি সবথেকে বেশি পছন্দ করেন তা একবার ভালো করে ভেবে দেখুন। তারপর সিদ্ধান্ত নিন মা’কে কীভাবে খুশি করা যায়।
  • মা’কে খুশি করার সবথেকে সহজ মাধ্যম হচ্ছে মায়ের সঙ্গে সারাদিন সময় কাটানো। হয়তো ব্যস্ততার কারণে মাকে একদম সময় দিতে পারেন না। তাই এই দিনটা মায়ের সঙ্গে কাটানোর চেষ্টা করুন। সারাদিন মায়ের কাছাকাছি থাকলে মায়ের জন্য এটাই অনেক বড় উপহার হবে।
  • মা যদি রান্না করতে ভালোবাসেন, তাহলে তাকে একটি রান্নার বই উপহার হিসেবে দিতে পারেন। অথবা মা’কে তার পছন্দের খাবারটি রান্না করে তাঁক লাগিয়ে দিতে পারেন। 
  • মা কি গাছ ভালোবাসেন? তাহলে মা’কে কিনে দিন তার পছন্দের কিছু গাছ। সাজিয়ে দিতে পারেন গাছগুলো তার বারান্দায় বা জানালার পাশে। সবুজের স্নিগ্ধতা মা’কে মুগ্ধ করতে কিন্তু কোন উপায় ছাড়বে না। 
  • অবসরে যদি মায়ের সঙ্গী বই হয়ে থাকে তাহলে তাঁর এই প্রিয় বইকেই উপহার হিসেবে বেছে নিন। দেখবেন, মা ভীষণ খুশি হবেন।
  • মায়ের সঙ্গে কাটানো প্রিয় মুহুর্তগুলোকে ফ্রেম বন্দী করে মা’কে উপহার দিতে পারেন। আর এখনতো অনেকেই ভালো লাগার সময়গুলো ভিডিও করে স্মৃতি করে রাখেন। সেখান থেকে মায়ের সঙ্গে কাটানো সময়গুলোকে আবার নতুন করে মায়ের সামনে তুলে ধরুন।
  • এই মহামারির সময়ে যেহেতু বাইরে গিয়ে মা’কে নিয়ে সময় কাটানোর সুযোগ নেই। সেহেতু আপনার বাসার ড্রইং রুমকেই বানিয়ে নিতে পারেন মনোরোম একটি জায়গা। নিজের হাতে চা বানিয়ে মা’কে নিয়ে বসে দেখে নিতে পারেন মায়ের পছন্দের সিনেমা। 
  • মায়ের পছন্দের শাড়িও হতে পারে দারুণ একটা উপহার। যে রংটা মায়ের ভালো লাগে সেই রঙের একটা শাড়ি কিনে দিন মাকে।
  • কেক কেটে এবং ফুল দিয়েও মাকে খুশি করতে পারেন। এই উপহারটিও মায়ের বেশ পছন্দ হবে।
  • মায়ের পুরনো চশমার ফ্রেমটি বদলে নতুন একটি ফ্রেম কিনে দিন। এটাও মায়ের জন্য ভালো চমক হতে পারে।
  • মায়ের পছন্দের ব্র্যান্ড থেকে কিনে দিতে পারেন মায়ের পছন্দের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো। 
  • গহণা সব নারীই পছন্দ করেন। মাকে সোনা বা হীরের গহনা দিতে পারেন। তাঁকে সাথে নিয়ে গিয়ে কিনে দিতে পারেন যাতে তাঁর পছন্দ হয়।
  • কিছু নিজের মনের কথা যা মাকে কখোনোই বলা হয়নি সেই কথা কার্ডে লিখে দিতে পারেন।
  • আর যারা মায়ের কাছ থেকে দূরে থাকেন মায়ের পছন্দের যেকোনো জিনিস অনলাইনে অর্ডার দিয়ে মায়ের কাছে পাঠিয়ে দিতে পারেন। সঙ্গে রাখতে পারেন মায়ের পছন্দের ফুল আর ছোট একটি চিরকুট। যেখানে লেখা থাকতে পারে মায়ের প্রতি আপনার ভালোবাসার কথা।