• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ১৮, ২০২১, ১১:৩৮ এএম
সর্বশেষ আপডেট : মে ১৮, ২০২১, ১১:৪২ এএম

বাইরে থেকে আনা জিনিসগুলো যেভাবে জীবাণুমুক্ত হবে

বাইরে থেকে আনা জিনিসগুলো যেভাবে জীবাণুমুক্ত হবে

করোনা সংক্রমণ প্রতিদিনই বাড়ছে। এই পরিস্থিতিতে চারপাশ জীবাণুমুক্ত রাখতে সব সময় সতর্ক থাকতে হচ্ছে। বাজার থেকে সবজি, ফল কিনে এনেও যেমন জীবাণুমুক্ত করে নিতে হচ্ছে, তেমনি ওষুধ, জামাকাপড়সহ অন্য জিনিসগুলোও জীবাণুমুক্ত করে ব্যবহার করা উচিত।

করোনা মহামারিতে সংক্রমণ রোধে বাইরে থেকে কিনে আনা জিনিসগুলো কীভাবে জীবাণুমুক্ত করবেন, তা জানাব আজকের আয়োজনে।

  • জামাকাপড়, জুতা কিনে বাড়িতে এনেই নিতে হবে বাড়তি যত্ন। বিশেষজ্ঞরা বলছেন, ব্যবহারের আগে কেনা জামাকাপড়, জুতো বারান্দায় ৪৮ ঘণ্টা রেখে দিন।
  • কুরিয়ার, ডকুমেন্ট, চিঠিপত্র জীবাণুমুক্ত করতে সূর্যের আলোয় রাখতে হবে। কাগজের নথি হলে ৩-৪ ঘণ্টা সূর্যের আলোতে রাখুন।
  • প্লাস্টিকের ও মেটালের সামগ্রী জীবাণুমুক্ত করতে হবে সূর্যের আলোতেই। ৬ ঘণ্টা রোদের তাপে রেখে দিন। এরপর স্যানিটাইজার দিয়ে পরিষ্কার করে ব্যবহার করুন।
  • প্যাকেটবন্দি মাখন, চিজ, দুধও জীবাণুমুক্ত করতে হবে। কারণ এগুলোর প্যাকেটে জীবাণু থাকতে পারে। সাবান-পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিন। এরপর প্যাকেট থেকে বের করুন।
  • অনেকে বাইরে থেকে খাবার কিনে খাচ্ছেন। খাবার অবশ্যই বাক্সবন্দি হওয়া উচিত। বিশেষজ্ঞদের পরামর্শ, প্লাস্টিক ও মেটালের বাক্স কিংবা হার্ডবোর্ডের প্যাকেজিং হলে তা স্যানিটাইজার দিয়ে জীবাণুমুক্ত করে নিন।
  • ওষুধ কিনে এনেও প্যাকেটগুলো জীবাণুমুক্ত করে নিন। এ ক্ষেত্রে মেডিসিন স্ট্রিপে স্যানিটাইজার ব্যবহার করুন। সেগুলো রোদে খোলা জায়গায় রাখুন কিছুক্ষণ। এরপর ব্যবহার করুন।
  • যেকোনো কিছু জীবাণুমুক্ত করার সময় গ্লাভস পরে নিন। এরপর ভালোভাবে হাত ধুয়ে, স্যানিটাইজার ব্যবহার করুন।